Follow us

আইসিপিসি ঢাকার চূড়ান্ত প্রতিযোগিতা শনিবার

 

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং আন্তর্জাতিক কলিজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার ঢাকা অঞ্চলের চূড়ান্ত আয়োজন বসছে শনিবার।যদিও শুক্রবার প্রতিযোগিতাটির প্রস্তুতি শুরু করেছে আয়োজকরা। এবারের প্রতিযোগিতার বাংলাদেশ অঞ্চলের আয়োজক সাউথ ইস্ট ইউনিভার্সিটি।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়টি বসছে এই আয়োজন।প্রতিযোগিতার রেজিস্ট্রেশন সাবকমিটির আহ্বায়ক মনিরুল হাসান  বলেন, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এবার অংশ নেবে ১৯০টি দল।সারদিনের প্রতিযোগিতার পর সন্ধ্যায় এর ফলাফল ঘোষণা করা হবে। সেখান থেকেই চূড়ান্ত বিজয়ীরা অংশ নেবেন আন্তর্জাতিক আয়োজনে। ২০২০ সালের আন্তর্জাতিক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে রাশিয়ার মস্কো ইউনিভার্সিটিতে।

শনিবার প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি থেকে ঢাকা অঞ্চলের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।গত বছর ঢাকা অঞ্চলের প্রতিযোগিতার আয়োজক ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সেখানে ঢাকা অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছিল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘সাস্ট ডেসাইফ্রাডর’। আর প্রথম রানার আপ হয়েছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের দল ‘বুয়েট_ব্লাডহুন্ড’।পরে তারা অংশ নেয় পর্তুগালে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায়।

বিডি প্রেসরিলিস / ১৬ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫