নিজস্ব প্রতিবেদক :: লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডকে (এলবিএসএল), আনুষ্ঠানিকভাবে ISO 9001:2015(QMS) সনদ প্রদান করলো বি-অ্যাডভান্সি।১৩ জানুয়ারি, বুধবার লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বি-অ্যাডভান্সির পরিচালক আলমগীর হোসাইন মিল্কীর কাছ থেকে এই আইএসও সনদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন।
বি-অ্যাডভান্সি লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবসা এবং অপারেশনাল প্রক্রিয়াগুলির স্বাধীন মূল্যায়নের পর এ সনদ দিয়েছে।আইএসও সনদ পাওয়ায় লংকাবাংলা সিকিউরিটিজের পরিষেবা ও কার্যক্রম মানসম্মত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে।এছাড়াও লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা এবং কর্মচারীরা গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিষেবা প্রদানের একটি সাধারণ লক্ষ্যে একীভূত হলো।
আইএসও সনদ গ্রহণের পর লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘এই সনদ পাওয়ায় লংকাবাংলার প্রমিত ক্রিয়াকলাপ বছরের পর বছর ধরে আমাদের মূল্যবান গ্রাহকদের আমাদের কর্মচারী এবং পরিষেবার উপর দীর্ঘস্থায়ী আস্থা রক্ষা করতে সাহায্য করবে।’আইএসও সনদ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজের সিইও খন্দকার সাফাত রেজা এবং সিটিও মো. মঈনুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রেসরিলিস / ১৫ জানুয়ারি ২০২২ /এমএম
Posted on মে ১০th, ২০২৫
Posted on মে ১০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫