Follow us

আঁধারের সৌন্দর্য তুলে ধরবে ভিভো ভি২১ই

 

নিজস্ব প্রতিবেদক :: বর্ষায় আকাশের মন বোঝা কঠিন। হয়তো টানা বৃষ্টি না হয় টাটকা রোদ। এই রোদ-বৃষ্টির খেলা দেখতেই না হয় বসলেন। হুট করে আকাশ কালো হয়ে এলো। কালো মেঘে ছেয়ে যাওয়া আকাশটাকেই মাঝে মাঝে মনে হয় অবিশ্বাস্য সুন্দর। যেন কেউ সাদা কাগজে দিয়ে যাচ্ছে কালো রঙের আঁচড়, একটু পরেই আঁকা হবে ছবি! এমন একটা দৃশ্য একা দেখলে হয়?

এমন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে দিলে আপনার শিল্পীমনের সঙ্গী হয়ে যায় হাজার হাজার মানুষ। কিন্তু তার জন্য ক্যামেরাটাও হওয়া চাই যুৎসই। নইলে অন্ধকারের ছবি নিখুঁতভাবে তুলে আনবেন কীভাবে? দামি ডিএসএলআর ক্যামেরা নেই, আপনি ভালো ছবি তুলতে পারেন না; এই রকম দুঃখ করার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। হাতের মোবাইল দিয়েই তোলা যাচ্ছে দারুণ সব ছবি।

আঁধারের ছবিকে নিখুঁত আর চমৎকারভাবে তুলে আনে ভিভো ভি২১ই স্মার্টফোন। এতে আছে এআই নাইট প্রোর্ট্রেইটসহ ৪৪ মেগাপিক্সেল আই অটোফোকাস ক্যামেরা। স্মার্টফোনের অ্যাপারচার যত কম হয় ক্যামেরায় আলো প্রবেশ করতে পারে তত বেশি। ভিভো ভি২১ই স্মার্টফোনে রয়েছে ৪৪ মেগাপিক্সেলের এফ ২.০ এপারচারসহ শক্তিশালী অটোফোকাস ক্যামেরা। যার কারণে স্বল্প আলোতেও অনেক বেশি আলোকিত ও পরিস্কার ছবি উঠে।

কালো মেঘের পর বৃষ্টি এলো। বৃষ্টির রিমঝিমকে ভিডিও করে নিতে চাইলেন। অন্য কোনো শব্দ নিতে চান না আপনি। ভিভো ভি২১ই স্মার্টফোনটির ২৪০-ফ্রেমস-পার-সেকেন্ড স্লো মোশন ভিডিও; ভিডিওগ্রাফির অভিজ্ঞতাকে করে তোলে অনন্য। মাল্টি ফ্রেম নয়েজ রিডাকশন এলগোরিদম এর মাধ্যমে ভিডিও করার সময় চাইলেই নির্দিষ্ট দূরত্বের অনাকাঙ্খিত শব্দও দূর করা যায়।

এর পেছনের প্রধান ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের। ভিভো ভি২১ই এর ফ্রন্ট ক্যামেরা হার্ডওয়্যার বেশ আধুনিক। এতে রয়েছে লেটেস্ট সফটওয়্যার ও অটো ফোকাস ফিচার। ভিভো ভি২১ই এর সামনে ও পেছনে রয়েছে ৪কে রেজ্যুলেশনের আল্ট্রা স্ট্যাবল ভিডিও সক্ষমতা।

স্মার্টফোনটির ফ্রন্ট ও রিয়ার দুই ক্যামেরা দিয়েই ৪কে মানের ভিডিও করা যাবে। ফ্রন্ট ও রিয়ার ক্যামেরায় রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) প্রযুক্তি। যার মাধ্যমে কোনো অতিরিক্ত হার্ডওয়্যার স্ট্যাবিলাইজার ছাড়াই হাতের সাহায্যে উন্নত মানের ভিডিও করা সম্ভব। আপনি যদি নিয়মিত ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করেন তবে ভিভো ভি২১ই স্মার্টফোনটি হতে পারে আপনার দারুণ সঙ্গী।

স্মার্টফোনটি ৭.৩৮ মিলিমিটার পাতলা। ওজন ১৭১ গ্রাম। প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি। এতে আছে ৮ জিবি র‌্যাম যা অতিরিক্ত ৩ জিবি পর্যন্ত বাড়ানো যায়। অর্থাৎ প্রয়োজনে ১১ জিবি পর্যন্ত র‌্যাম ব্যবহার করা যাবে। এতে আরও রয়েছে ১২৮ জিবি রম।

গেমিং পছন্দ? ভিভো ভি২১ই হবে আপনার দুর্দান্ত সঙ্গী। ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তির সঙ্গে স্মার্টফোনটিতে রয়েছে আল্ট্রা গেমিং মোড। এতে অনেক সময় ধরে গেইম খেলার পরেও যথেষ্ট পরিমাণে ব্যাটারি সাপোর্ট পাওয়া যাবে। আলট্রা গেমিং মোড দীর্ঘসময় চলা গেমগুলো নিরবিচ্ছিন্নভাবে খেলতে সাহায্য করে। স্মার্টফোনটির দাম রাখা হয়েছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকা।

বিডি প্রেসরিলিস /০৬ জুলাই ২০২১ /এমএম


LATEST POSTS
স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Posted on মার্চ ২৬th, ২০২৪

মিনিস্টার গ্রুপ-ফরাজী হাসপাতালের মাঝে সমঝোতা

Posted on মার্চ ২৬th, ২০২৪

লাইজলের বিশেষ ক্যাম্পেইন

Posted on মার্চ ২৬th, ২০২৪

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

Posted on মার্চ ২৫th, ২০২৪

চলতি মাসে ভারতে ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন

Posted on মার্চ ২৪th, ২০২৪

১৯ এপ্রিল থেকে চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

Posted on মার্চ ২৪th, ২০২৪

ঈদ উপলক্ষে বায়োজিনে স্কিনকেয়ারে চলছে ৭৫% পর্যন্ত ছাড়

Posted on মার্চ ২৪th, ২০২৪

উৎসবের আলিঙ্গনে ‘সারা’র ঈদ পোশাকের আয়োজন

Posted on মার্চ ২৪th, ২০২৪

নওগাঁয় দুটি হারল্যান স্টোর উদ্বোধন করলেন অপু-ইমন

Posted on মার্চ ৮th, ২০২৪

ক্লেমনের সঙ্গে ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর চুক্তি স্বাক্ষরিত

Posted on মার্চ ৮th, ২০২৪