নিজস্ব প্রতিবেদক :: অবশেষে বাজারে এলো এলজির ৫জি উইং স্মার্টফোন। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে দুইটি ডিসপ্লে রয়েছে।ডিসপ্লেতে অলিড প্যানেল ব্যবহার করা হয়েছে। দ্রুতগতিকে কার্যসম্পাদনের জন্য অাছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৬৫ জি মডেলের প্রসেসর। ব্যাকঅাপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেয়া হয়েছে।
এলজির নতুন ডিজাইনের এই ফোনে দুটি ডিসপ্লে অালাদাভাবে ব্যবহার করা যায়। অাবার একসঙ্গে দুই ডিসপ্লে মিলিয়ে ব্যবহার করা যায়।প্রধান ডিসপ্লের অায়তন ৬.৮ ইঞ্চি। এতে ফুল এইচডি প্লাস রেজুলেশন পাওয়া যাবে। দ্বিতীয় ডিসপ্লেটি ৩.৯ ইঞ্চির। এই ডিসপ্লেতেও ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে।
৮ জিবি র্যামের এই ফোনে ২৫৬ জিবি স্টোরেজ দেয়া হয়েছে। স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবো।ছবি তোলার জন্য ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ দেয়া হয়েছে। ক্যামেরার প্রাইমারি সেন্সর হল ৬৪ মেগাপিক্সেল। ১৩ ও ১২ মেগাপিক্সেেলেরর অারো দুটি ক্যামেরা সেন্সর দেয়া হয়েছে।সেলফি তোলার জন্য এই ফোনে পপঅাপ ক্যামেরা অাছে। সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের।
বিডি প্রেসরিলিস / ১৬ সেপ্টেম্বর /এমএম
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫