Follow us

৫ লাখ টাকা বিজয়ীর মাঝে এপেক্স’র পুরস্কার বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক :: বিয়ের শপিং করতে এসে ‘কে হবে এপেক্স রিওয়ার্ডস মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনে ৫ লাখ টাকা জিতে নিয়েছেন কুমিল্লার ছেলে শিবলী রহমান পাভেল। এপেক্স-এর সিইও রাজন পিল্লাই তার হাতে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এর আগে ১ লাখ টাকা হস্তান্তর করা হয় উত্তরার মো. শাহজাহান সুজনকে।

এপেক্স-এর ব্র্যান্ড নিউ ক্যাম্পেইন ‘কে হবে এপেক্স রিওয়ার্ডস মিলিয়নিয়ার’ কাস্টমারদের দিচ্ছে ন্যূনতম ২০০০ টাকা শপিং-এ স্ক্র্যাচ কার্ড ঘষে ১০ লাখ টাকা জিতে নেয়ার সুবর্ণ সুযোগ, কার্ড ঘষেই কাস্টমাররা নিশ্চিত পুরস্কার ১০ শতাংশ ডিসকাউন্ট থেকে শুরু করে ১০ লাখ টাকা জিততে পারছেন।

দেশব্যাপী এই ক্যাম্পেইন ব্যাপক সাড়া ফেলেছে জনমনে, সেই সাথে ইতিমধ্যে সারাদেশ থেকে সৌভাগ্যবান ব্যক্তি্রা এপেক্স-এ শপিং করে পেয়েছেন স্মার্ট ফোনসহ নগদ অর্থ পুরস্কার।ইতিমধ্যে এপেক্স ১৬ জন বিজয়ীর মাঝে পুরস্কার হস্তান্তর করেছে। জমজমাট এই ক্যাম্পেইনটি এপেক্স-এর নিজস্ব সকল আউটলেটে ১৬ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত চলবে।

বিডি প্রেসরিলিস / ১৫ ডিসেম্বর ২০১৯ /এমএম