Follow us

৪৭ হাজার টাকায় আসুস ভিভোবুক এস৫৩০ ল্যাপটপ

৪৭ হাজার টাকায় আসুস ভিভোবুক এস৫৩০ ল্যাপটপ

নিউজ ডেস্ক :: তাইওয়ানিজ টেকনোলজি ব্রান্ড আসুস দেশের বাজারে নিয়ে এলো নতুন আসুস ভিভোবুক এস ৫৩০ ল্যাপটপ, যা তৈরি হয়েছে ফ্যাশন সচেতন প্রজন্মের কথা বিশেষ ভাবে মাথায় রেখে। আসুস এর ভিভোবুক এস সিরিজের নতুন এর ল্যাপটপটির ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। এর উজ্জ্বল রঙ্গিন ডিজাইন একাধারে তরুণ প্রজন্ম ও ফ্যাশন সচেতন ব্যক্তিত্বে যোগ করবে নতুন মাত্রা।

এই ল্যাপটপগুলি ফার্মামেন্ট গ্রিন, স্টার গ্রে, সিলভার ব্লু, গান মেটাল এবং আই-সাইকেল গোল্ড রঙে পাওয়া যাবে। ফার্মামেন্ট গ্রিনটির কীবোর্ডের চারপাশে একটি কাপড়ের টেক্সচার যুক্ত ফিনিশ রয়েছে, যেখানে আইসাইকেল গোল্ড ব্রাশ ফিনিশ ডিজাইনে তৈরি।

শুধু বাহ্যিক ডিজাইনেই নয়, আসুস ভিভোবুক এস ৫৩০-এ থাকছে নতুন অনেক ফিচার। নোটবুকটির আরেকটি দারুণ ফিচার হচ্ছে এর “আর্গোলিফট হিঞ্জ” ডিজাইন- নোটবুকটি খোলার সাথে সাথে পেছনের দকটায় খানিকটা উপরে উঠে এসে এর কি বোর্ড-টিতে ৩.৫ ডিগ্রি বাঁক সৃষ্টি করে। যার ফলে এতে টাইপিং অভিজ্ঞতা ডেস্কটপ কম্পিউটারের মতই আরামদায়ক। অন্যদিকে বিশেষ এই ডিজাইন ল্যাপটপটির পেছনের দিকটায় বাতাস প্রবাহে সাহায্য করে বলে ল্যাপটপের কুলিং সিস্টেমকে আরও উন্নত করে।

আসুস ভিভোবুক এস ৫৩০ তে আরও থাকছে তিনদিকের ন্যানো এজ ডিসপ্লে- যা এর চারপাশের ব্যাজেল কমিয়ে এনে এর স্ক্রিন টু বডি রেশিও করেছে ৮৬%। ফলে এর ডিসপ্লে সাধারণ যেকোনো ল্যাপটপ থেকে অনেক বেশি উপভোগ্য। ল্যাপটপটি ফাস্ট চার্জ সমর্থিত, যা মাত্র ৪৯ মিনিটে ৬০% চার্জ করে নিতে সক্ষম। উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি নিয়ে আসুস ভিভোবুক এস সিরিজ দিচ্ছে সারাদিনের ব্যাটারি লাইফ যা সাধারণ লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় ৩গুন দীর্ঘ ব্যাটারি ব্যাক আপ নিশ্চিত করতে সক্ষম।

এতো ফিচার নিয়েও ল্যাপটপটি মাত্র ১.৮ কেজি হাল্কা। আকারে ছোট হওয়ায় ল্যাপটপটি খুব সহজেই ব্যাক-প্যাক কিংবা পাউচে এঁটে যায়। উন্নত নিরাপত্তা নিশ্চিত করতে এতে থাকছে জেনুইন উইন্ডোজ ১০ সহ বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট সেন্সর যা উইন্ডোজ হ্যালো নিরাপত্তা সমর্থন করে।

আসুস ভিভোবুক এস৫৩০ তে থাকছে ইন্টেল এর ৮ম প্রজন্মের শক্তিশালী প্রসেসর সহ ২৪০০বাস স্পিডের ৮ গিগাবাইট ডিডিআর ৪ র‍্যাম, যা এর ব্যবহারকারী ১৬ গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। উন্নত গ্রাফিক্স পারফরমেন্স নিশ্চিত করেতে এতে আরও থাকছে ২গিগাবাইট এর এনভিডিয়া জি-ফোর্স এর এমএক্স ১৩০/এমএক্স ১৫০ গ্রাফিক্স । স্টোরেজে দেয়া ডুয়েল স্টোরেজ ডিজাইন-১ টেরাবাইট হার্ডডিস্ক যা সলিড স্টেট হাইব্রিড অথবা সলিড স্টেট ড্রাইভ সহ পাওয়া যাবে।

আসুস এর এই ল্যাপটপটি চলতি মাস থেকে সারা দেশে পাওয়া যাবে। ল্যাপটপটির বাজার মূল্য ৪৭ হাজার টাকা থেকে শুরু।

বিডি প্রেস রিলিস/১৪ অক্টোবর ২০১৮/এসএম


LATEST POSTS
বন্যাদুর্গত ইলেকট্রনিক্স পণ্যের গ্রাহকদের ফ্রি সার্ভিস দিবে ওয়ালটন

Posted on সেপ্টেম্বর ১০th, ২০২৪

নতুন মডেলের মেকানিক্যাল, আরজিবি ও রিচার্জেবল কিবোর্ড-মাউস এনেছে ওয়ালটন

Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৯৭তম বোর্ড সভা অনুষ্ঠিত

Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৬তম সভা অনুষ্ঠিত

Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪

ওয়ালটনের আকর্ষণীয় ডিভিডেন্ড ঘোষণা : সুদৃঢ় নেতৃত্বে মুনাফা বেড়েছে ৫৭৩.৮৫ কোটি টাকা

Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪

চীন সফরে উইমেন ইন টেকের ৩ বিজয়ী

Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪

ইউসিবির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪

মাসজুড়ে চলবে ভিভোর ফটোগ্রাফি প্রতিযোগিতা

Posted on সেপ্টেম্বর ৪th, ২০২৪

বিকাশে পরিশোধ করতে পারছেন আইডিএলসি গ্রাহকরা লোনের কিস্তি, ফি ও চার্জ

Posted on সেপ্টেম্বর ৩rd, ২০২৪

আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসায় ইউসিবির অর্থ সহায়তা

Posted on সেপ্টেম্বর ৩rd, ২০২৪