নিজস্ব প্রতিবেদক :: সংগীতের দুনিয়ায় প্রবেশের ‘অন দ্য গো’ পদ্ধতি সোনি কোম্পানির ওয়াকম্যান। আজকের আইপড, আইফোনের আগে সুরের সাথে সাথেই চলার একমাত্র ভরসা ছিল এই ওয়াকম্যান। গতকাল যার ৪০ বছর সম্পন্ন হল। হ্যাঁ, সোনির সেই স্মৃতি জড়ানো ওয়াকম্যানের ৪০ বছর হয়ে গেল।
ওয়াকম্যানের ৪০ বছর পূর্তি উপলক্ষে ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনীর আয়োজন করেছিল সোনি। জাপানের টোকিওতে প্রদর্শনীতে ওয়াকম্যানের মোট ২৩০টি মডেলের নমুনা রাখা হয়েছিল। নাম রাখা হয়েছিল- ওয়াকম্যান ওয়াল।
এছাড়াও ‘মাই স্টোরি, মাই ওয়াকম্যান’ নামের এক সেকশনেও ইউজারদের নিজের পছন্দের গান ওয়াকম্যানে শোনার ব্যবস্থা করা হয়েছিল।
১৯৭৯ সালের ১ জুলাই বিশ্বের বাজারে ওয়াকম্যানের যাত্রা শুরু হয়েছিল। প্রথম ওয়াকম্যান মডেলের নাম ছিল টিপিএস-এল২। ১৫০ মার্কিন ডলার দামে তা বাজারে ছেড়েছিল সোনি। এখনও পর্যন্ত বিশ্বে মোট ৪০ কোটি ওয়াকম্যান বিক্রি হয়েছে।
বিডি প্রেস রিলিস / ০৪ জুলাই ২০১৯ /এমএম
Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ৮th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২nd, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২nd, ২০২৩
Posted on আগস্ট ৩০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩