নিজস্ব প্রতিবেদক :: ওয়েব ডিজাইন, ডোমেইন ও হোস্টিং সেবায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ অফার ঘোষণা করেছে ফ্রিল্যান্স আইটি বিডি। এই হট ডিলের কম্বো অফারটি মার্চ মাস জুড়েই চলবে। মাত্র ১০ হাজার টাকায় ইচ্ছা করলে যে কেউ ডোমেইন, হোস্টিং এবং ওয়েবসাইট পাবেন। এ ছাড়া ফ্রিল্যান্স আইটির যে কোন সেবা নিলেই গ্রাহকরা পাবেন ২০% থেকে ৫০% পর্যন্ত ছাড় এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির কর্ণধার আরিফুল ইসলাম নাঈম বলেন, ‘স্বাধীনতার মাস বলেই এই হট ডিল কম্বো অফার ঘোষণা করা হয়েছে। ব্যক্তিগত ওয়েবসাইট থেকে শুরু করে ই-কর্মাস, নিউজ পোর্টাল, প্রতিষ্ঠানকেন্দ্রিক ওয়েবসাইট ডিজাইন করা হবে এই অফারে। এ ছাড়া যদি কেউ শুধু মাত্র ডোমেইন বা হোস্টিং কিনতে চায় সেক্ষেত্রে রয়েছে বিশেষ ছাড়।’
যোগাযোগ : ০১৭৮৮৮২৭৩১৬। ওয়েবসাইট : https://freelanceitbd.com/
(বিডি প্রেস রিলিস/৭ মার্চ/এসএম)
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৪th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৩rd, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৩rd, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৩rd, ২০২৪