নিউজ ডেস্ক :: দেশে আবারও ‘হ্যাপি আওয়ার’ সুবিধা চালু করেছে বিশ্বের প্রথম অনডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার। এই সুবিধার আওতায় গ্রাহকরা দিনের এবটি নির্দিষ্ট সময়ে ডিসকাউন্ট রেটে সেবা গ্রহণ করতে পারবেন।
সম্প্রতি উবার অ্যাপের নিউজ ফিডে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। উবার অ্যাপ ব্যবহারকারীরা তাদের মোবাইলেই এ তথ্য দেখতে পারবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার জানিয়েছে, হ্যাপি আওয়ার সুবিধার আওতায় গ্রাহকরা উবার এক্স ও প্রিমিয়ামে ডিসকাউন্ট রেটে সেবা নিতে পারবেন। তবে কত ডিসকাউন্ট দেওয়া হবে সেটা উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, ডিসকাউন্ট রেট পেতে কোনো প্রোমো কোডের দরকার হবে না। স্বয়ংক্রিয়ভাবে ডিসকাউন্ট রেটেই ভাড়া নির্ধারিত হবে।
গ্রাহকরা রবি থেকে বৃহস্পতিবার বেলা ৫টা এবং শুক্র ও শনিবার বেলা ৯টা থেকে ১২ টা পর্যন্ত হ্যাপি আওয়ারের সুবিধা নিতে পারবেন। এছাড়াও ছুটির দিন শুক্র ও শনিবার বেলা ৯টা থেকে দুপুর ১২টা এই সুবিধা উপভোগ করা যাবে।
বিডি প্রেস রিলিস/৪ অক্টোবর ২০১৮/এসএম)
Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ৮th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২nd, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২nd, ২০২৩
Posted on আগস্ট ৩০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩