নিজস্ব প্রতিবেদক :: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড- এর জনপ্রিয় ওরাল কেয়ার ব্র্যান্ড হোয়াইট প্লাস টুথপেস্ট দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষের দাঁতের যত্নে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার দেশের স্বনামধন্য ডেন্টিস্ট প্রফেসর ড. অরুপ রতন চৌধুরী ব্র্যান্ডটির সাথে যুক্ত হয়েছেনে।
গত ৮ জুলাই স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস মালিক মোহাম্মদ সাইদ ও ড. অরুপ রতন চৌধুরী দাঁতের যত্ন ও সুস্বাস্থ্য নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কাজ করতে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষর করেন।
এই চুক্তরি আওতায় হোয়াইট প্লাস এবং ড. অরুপ রতন চৌধুরী দাঁতের যত্নে সচতেনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে যার মধ্যে বাচ্চাদের দাঁতের যত্নের বিষয়টি প্রাধান্য পাব।
উল্লেখ্য, হোয়াইট প্লাস ব্র্যান্ডটি ইতোমধ্যে ৫-১২ বছর বয়সী বাচ্চাদের দাঁতের এনামেল সুরক্ষার জন্য হোয়াইট প্লাস কিডস্ টুথপেস্ট বাজারজাত করছে, যা বাংলাদেশের এই বয়সী বাচ্চাদের জন্য একমাত্র ব্যালেন্সড ফ্লোরাইড টুথপেস্ট।
বিডি প্রেস রিলিস / ১৬ জুলাই ২০১৯ /এমএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫