Follow us

স্যামসাং ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টিভিতে আকর্ষণীয় মূল্যছাড়

 

নিজস্ব প্রতিবেদক ::  ‌‘বিগ টিভি ডেজ’ শীর্ষক নতুন একটি ক্যাম্পেইন চালু করেছে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিক্স। ক্যাম্পেইনের দুর্দান্ত অফার উপভোগ করে ইতোমধ্যেই অনেক গ্রাহক স্যামসাং এ-সিরিজের “বিগ” অর্থাৎ সুবিশাল সব ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টেলিভিশন ঘরে এনে বসাচ্ছেন বিনোদনের জমজমাট আসর।এ ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা স্যামসাংয়ের এ-সিরিজের নির্দিষ্ট কিছু মডেলের টেলিভিশন ক্রয়ে আকর্ষণীয় ছাড় সুবিধা পাবেন।

ক্যাম্পেইনের আওতাধীন টেলিভিশন মডেলগুলো হলো– ৫৪,৯০০ টাকায় ৪৩ ইঞ্চি ৪৩এইউ৭৭০০ (সাধারণ মূল্য ৫৯,৯০০ টাকা); ৭২,৯০০ টাকায় ৫০ ইঞ্চি ৫০এইউ৭৭০০ (সাধারণ মূল্য ৭৯,৯০০ টাকা); ৮৯,৯০০ টাকায় ৫৫ ইঞ্চি ৫৫এইউ৭৭০০ (সাধারণ মূল্য ৯৯,৯০০ টাকা); ১,১৬,৯০০ টাকায় ৬৫ ইঞ্চি ৬৫এইউ৭৭০০ (সাধারণ মূল্য ১,৩৪,৯০০ টাকা); ১,২৫,০০০ টাকায় ৫৫ ইঞ্চি ৫৫কিউ৬০এ (সাধারণ মূল্য ১,৪৪,৯০০ টাকা); ২,৪২,০০০ টাকায় ৭৫ ইঞ্চি ৭৫এইউ৮০০০ (সাধারণ মূল্য ২,৬৪,৯০০ টাকা) এবং ৩,৭৫,০০০ টাকায় ৮৫এইউ৮০০০০ (সাধারণ মূল্য ৩,৯৯,৯০০ টাকা)। বিশাল মূল্য হ্রাস ছাড়াও এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা ৫ হাজার টাকা সমমূল্যের এক্সচেঞ্জ অফার সুবিধা উপভোগ করতে পারবেন।

এ প্রসঙ্গে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিক্সের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘সময়ের সাথে সাথে বড় স্ক্রিনের টিভির চাহিদা ক্রমশ বাড়ছে, যা মেটাতে আমরা সবসময় সচেষ্ট রয়েছি। ক্রেতারা বর্তমানে নিজেদের বাড়িতেই উন্নতমানের এন্টারটেইমেন্ট সল্যুশন চান, বিশেষ করে বড় স্ক্রিনের টিভি কিনতে চান, যা তাদের সিনেম্যাটিক ভিউইং এক্সপেরিয়েন্স দিতে পারে। ক্রেতাদের এ চাহিদা পূরণেই আমরা বিগ টিভি ডেজ ক্যাম্পেইন চালু করেছি, যেখানে বড় স্ক্রিনের টিভি গুলোতে বেশি পরিমাণ অর্থ সাশ্রয়ের সুযোগ থাকছে। এ-সিরিজের টিভিগুলো তাদের বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বলে আমরা প্রত্যাশা করছি”।‘বিগ টিভি ডেজ’ ক্যাম্পেইনের সুবিধা উপভোগ করতে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিক্সের অফিশিয়াল আউটলেটগুলো থেকে ঘুরে আসুন আজই।

এ সংক্রান্ত প্রাসঙ্গিক খবরের জন্য অনুগ্রহ করে স্যামসাং নিউজরুম ভিজিট করুন: news.samsung.com

বিস্তারিত জানতে ভিজিট করুন:
ওয়েবসাইট- www.samsung.com/bd
ফেসবুক (স্থানীয়)- www.facebook.com/SamsungBangladesh

বিডি প্রেসরিলিস / ৩০ আগস্ট ২০২২ /এমএম     


LATEST POSTS
ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন খসরু চৌধুরী

Posted on ডিসেম্বর ১st, ২০২৩

ফরিদপুর-১ আসনের উন্নয়ন নিয়ে আরিফুর রহমান দোলনের ইতিবাচক ভাবনা

Posted on নভেম্বর ৩০th, ২০২৩

প্রিমিয়ার ব্যাংকের গুলশান এভিনিউ শাখার শুভ উদ্বোধন

Posted on নভেম্বর ২৯th, ২০২৩

আলফাডাঙ্গা-বোয়ালমারীতে আরিফুর রহমান দোলনের পক্ষে গণজোয়ার, স্বতন্ত্র প্রার্থী হতে জোর দাবি

Posted on নভেম্বর ২৭th, ২০২৩

১২ জিবি র‍্যামের নতুন অসাম স্মার্টফোন আইটেল এ৭০

Posted on নভেম্বর ২৩rd, ২০২৩

নতুন দুই মডেলের মনিটর বাজারে ছাড়লো ওয়ালটন

Posted on নভেম্বর ২১st, ২০২৩

বায়োজিন কসমেসিউটিক্যালের সেবা ‘মাইন্ড কেয়ার সল্যুশন’

Posted on নভেম্বর ২১st, ২০২৩

ডাচ বাংলা’র টায়ার ফোর ডাটা সেন্টার বাস্তবায়ন করবে স্মার্ট টেক

Posted on নভেম্বর ২০th, ২০২৩

‘ডায়নামিক পেডোগ্রাফ ডিভাইস’ আনল এপেক্স

Posted on নভেম্বর ১৬th, ২০২৩

দারাজ ১১.১১-এর উৎসবের আমেজে মেতে ছিলেন বাংলাদেশের ২৯ লক্ষাধিক ক্রেতা

Posted on নভেম্বর ১৩th, ২০২৩