Follow us

‘স্মার্ট’ রেফ্রিজেরেটর আনল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক :: এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানায়, আইওটি (ইন্টারনেট অব থিংকস) যুক্ত ননফ্রস্ট এই স্মার্ট রেফ্রিজেরেটর বিশ্বের যে কোনো প্রান্তে বসে মোবাইল ফোনে নিয়ন্ত্রণ করা যাবে।

এতে আরও জানানো হয়, ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির এই রেফ্রিজেরেটর ৫০ শতাংশেরও বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। এর আয়োনাইজার সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে জীবাণু ধ্বংস করতেও সক্ষম।

এতে আরও আছে ডোর অ্যালার্ম, হিউম্যান ডিটেক্টরসহ অত্যাধুনিক নানা ফিচার। ৬ এ ৯ মডেলের এই রেফ্রিজেরেটরের দাম ৮০ হাজার ৯০০ টাকা।

নতুন এই রেফ্রিজেরেটরটিতে প্রতিদিন বা মাসিক কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে, ভোল্টেজ লো না হাই, কম্প্রেসারের চাপ পড়ছে কি না, এসব তথ্য জানা যাবে।

বিডি প্রেসরিলিস / ২২ এপ্রিল ২০২১ /এমএম