Follow us

স্বাধীনতা দিবসে লোগো তৈরির বিশ্ব রেকর্ড

স্বাধীনতা দিবসে

নিজস্ব প্রতিবেদক :: সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু রোধে সতর্কতার সঙ্গে মোটরসাইকেল চালাতে স্বাধীনতার দিবসে শপথ নিয়েছেন হাজারো চালক। আজ ২৬ মার্চ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে ইয়ামাহা প্রেজেন্টস শপথ পাঠের এই অনুষ্ঠান আয়োজন করে এসিআই মটরস্ লিমিটেড।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অর্ন্তভুক্ত করতে স্বাধীনতার চেতনায় নিরাপদে পথচলার লক্ষ্যে একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক মোটরসাইকেল দিয়ে ‘ইয়াহামা’ লোগো তৈরির বিশ্ব রেকর্ড গড়েন চালকরা।

শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি একেএম হাফিজ আখতার।

তিনি বলেন, বাংলাদেশ এখন স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পথে। আমাদের ক্রমবর্ধমান অর্থনীতির চাকা এভাবে ঘুরতে থাকলে আমরা অচিরেই উন্নয়নশীল দেশে উন্নীত হতে পারব। এজন্য আমাদের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।

স্বাধীনতা দিবসে

এসিআই এগ্রি বিজনেজের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ড. এফএইচ আনসারী বলেন, সডক দুর্ঘটনায় অকাল মৃত্যু রোধে নিরাপদ মোটরবাইক চালানো নিশ্চিত করার লক্ষ্যে আমরা দায়বদ্ধতা কর্মসূচির আওতায় আজকে বিপুল সংখ্যক মোটরবাইক চালককে শপথ পাঠ করাতে পেরেছি। আজকের শপথ স্বাধীনতার চেতনা বুকে ধারণ করার প্রেরণা যুগিয়ে সামনে এগিয়ে চলতে সহায়তা করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসিআই মটরস্’র নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ, ওয়ান ডে ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ অন্যান্য অতিথিরা ।

শপথ পাঠের পাশাপাশি খ্যাতনামা সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর এলআরবি, সজলের পরিবেশনাসহ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র’র আয়োজন করে এসিআই মটরস্। প্রথম পুরস্কার বিজয়ীকে দেয়া হয় একটি ইয়ামাহা মোটরবাইক এবং পরবর্তী ১০ জন পেয়েছেন কক্সবাজার ভ্রমনের সুযোগ।

এসব রোমাঞ্চকর আয়োজনের মধ্যে দেশের বাইক প্রেমীদের একত্রে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগানোর চেষ্টা করে।

আয়োজকরা জানান, সময় বাঁচানো এবং আধুনিক ব্যক্তিগত যানবাহন হিসেবে মোটরবাইক চালকদের জন্য স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠছে। মোটরবাইকের বাজার দেশের অর্থনীতিতেও ভূমিকা রেখে চলেছে।

সম্প্রতি একটি উন্নয়নশীল দেশে যাওয়ার স্বীকৃতি অর্জন করায় স্বাধীনতা দিবসের এই শপথ অনুষ্ঠানটি বাংলাদেশকে উৎসর্গ করেছে এসিআই মটরস্ লিমিটেড ।

(বিডি প্রেস রিলিস/২৬ মার্চ/এসএম)


LATEST POSTS
শুরু হলো সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫

Posted on মার্চ ১৯th, ২০২৫

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

Posted on মার্চ ১৮th, ২০২৫

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন

Posted on মার্চ ৬th, ২০২৫

স্মার্ট যাত্রার টেকসই সমাধান-টেইলজি ই-মোটরসাইকেল

Posted on মার্চ ৬th, ২০২৫

চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে আরএফএল-এর চুক্তি

Posted on মার্চ ৩rd, ২০২৫

ভ্যাসলিনের নতুন পণ্য ‘ভ্যাসলিন গ্লুটা হায়া’ সিরাম ইন লোশন

Posted on মার্চ ৩rd, ২০২৫

ওয়ালটন নিয়ে এলো ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

Posted on মার্চ ৩rd, ২০২৫

ল্যাক্সফো’র নতুন রিচার্জেবল ফ্যান উন্মোচন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপের B2C প্ল্যাটফর্ম উদ্বোধন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫