Follow us

স্বাধীনতার মাসে আরএফএলের উদ্যোগ

RFL

নিজস্ব প্রতিবেদক :: স্বাধীনতার মাসে জনসচেতনতামূলক কর্মসূচি ‘দেশ আমার, দোষ আমার’ শিরোনামে একটি উদ্যোগ গ্রহণ করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল।

রোববার রাজধানীর ফুজি ট্রেড সেন্টারে আরএফএলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, অভ্যাসবশত আমরা অনেক কাজ করি, যেগুলো দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। অনেকেই রাস্তায় যত্রতত্র গাড়ী থামিয়ে যাত্রী তোলা ও নামানো এবং গাড়ী পার্কিং করে। এতে যানজট তৈরী হয়। অনেক সময় দেখা যায় নির্ধারিত স্থানে ময়লা না ফেলে যেখানে সেখানে ফেলা হচ্ছে, ফলে আমরা আমাদের প্রিয় শহরকে পরিচ্ছন্ন রাখতে পারছি না। আমরা বেশিরভাগ সময়ই এসব ঘটনার জন্য সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানকে দোষারোপ করি। কিন্তু এর জন্য আমরা নিজেরাই দায়ী সে বিষয়টি ভুলে যাই। একটু সচেতন হলে এসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

তিনি আরো বলেন, দেশ বদলাতে হলে অবশ্যই আমাদের অভ্যাসের পরিবর্তন করতে হবে। আমরা ঠিক থাকলে দেশ এগিয়ে যাবে, বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে।

কর্মসূচির অংশ হিসাবে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে জনসচেতনতামূলক বার্তা প্রচার, পাবলিক স্পটে লিফলেট বিতরণ এবং রবীন্দ্র সরোবরে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হবে।

এছাড়া স্কুল-কলেজ, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে যেখানে ডাস্টবিন নেই, সেখানে আরএফএল এর পক্ষ থেকে ডাস্টবিন স্থাপন করা হবে যাতে সবাই নির্ধারিত জায়গায় ময়লা আবর্জনা ফেলতে পারে।

গত ২০ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ৭ এপ্রিল পর্যন্ত।

সংবাদ সম্মেলনে আরএফএল প্লাস্টিকস্ লিমিটেডের হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান, আরএফএলের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শরিফুল ইসলাম ও প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসেনসহ গ্রুপটির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

 

(বিডি প্রেস রিলিস/২৫ মার্চ/এসএম)


LATEST POSTS
যাচাই ডট কম-একশপের কার্যক্রম শুরু

Posted on মার্চ ১৫th, ২০২৩

রিয়েলমি ফ্যান ফেস্ট ২০২২-এর বিজয়ীর নাম প্রকাশ

Posted on মার্চ ১৫th, ২০২৩

৪০০ শতাংশ বেশি বিক্রির রেকর্ড অপো রেনো এইট টি’র

Posted on মার্চ ১২th, ২০২৩

বেঙ্গল গ্রুপের নারী দিবস উদযাপন

Posted on মার্চ ৯th, ২০২৩

ওয়েস্টার্ন পোশাক নিয়ে ‘ঢেউ’-এর যাত্রা শুরু

Posted on মার্চ ৯th, ২০২৩

ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেলেন রামুর জসিম উদ্দিন

Posted on মার্চ ৯th, ২০২৩

৭০ মিলিয়ন ব্যবহারকারীর প্রথম পছন্দ অপো রেনো সিরিজ

Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩

বাংলাদেশেই বিশ্বমানের সফটওয়্যার উৎপাদন করছে ইউনিসফট

Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩

১ মার্চ থেকে বরিশাল রুটে শুরু হচ্ছে নভোএয়ারের ফ্লাইট

Posted on ফেব্রুয়ারি ২৬th, ২০২৩

আন্তর্জাতিক শিক্ষায় শিক্ষার্থীদের পাশে স্টাডি গ্রুপ

Posted on ফেব্রুয়ারি ২৪th, ২০২৩