Follow us

স্বাধীনতার মাসে আরএফএলের উদ্যোগ

RFL

নিজস্ব প্রতিবেদক :: স্বাধীনতার মাসে জনসচেতনতামূলক কর্মসূচি ‘দেশ আমার, দোষ আমার’ শিরোনামে একটি উদ্যোগ গ্রহণ করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল।

রোববার রাজধানীর ফুজি ট্রেড সেন্টারে আরএফএলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, অভ্যাসবশত আমরা অনেক কাজ করি, যেগুলো দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। অনেকেই রাস্তায় যত্রতত্র গাড়ী থামিয়ে যাত্রী তোলা ও নামানো এবং গাড়ী পার্কিং করে। এতে যানজট তৈরী হয়। অনেক সময় দেখা যায় নির্ধারিত স্থানে ময়লা না ফেলে যেখানে সেখানে ফেলা হচ্ছে, ফলে আমরা আমাদের প্রিয় শহরকে পরিচ্ছন্ন রাখতে পারছি না। আমরা বেশিরভাগ সময়ই এসব ঘটনার জন্য সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানকে দোষারোপ করি। কিন্তু এর জন্য আমরা নিজেরাই দায়ী সে বিষয়টি ভুলে যাই। একটু সচেতন হলে এসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

তিনি আরো বলেন, দেশ বদলাতে হলে অবশ্যই আমাদের অভ্যাসের পরিবর্তন করতে হবে। আমরা ঠিক থাকলে দেশ এগিয়ে যাবে, বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে।

কর্মসূচির অংশ হিসাবে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে জনসচেতনতামূলক বার্তা প্রচার, পাবলিক স্পটে লিফলেট বিতরণ এবং রবীন্দ্র সরোবরে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হবে।

এছাড়া স্কুল-কলেজ, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে যেখানে ডাস্টবিন নেই, সেখানে আরএফএল এর পক্ষ থেকে ডাস্টবিন স্থাপন করা হবে যাতে সবাই নির্ধারিত জায়গায় ময়লা আবর্জনা ফেলতে পারে।

গত ২০ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ৭ এপ্রিল পর্যন্ত।

সংবাদ সম্মেলনে আরএফএল প্লাস্টিকস্ লিমিটেডের হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান, আরএফএলের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শরিফুল ইসলাম ও প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসেনসহ গ্রুপটির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

 

(বিডি প্রেস রিলিস/২৫ মার্চ/এসএম)


LATEST POSTS
শুরু হলো সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫

Posted on মার্চ ১৯th, ২০২৫

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

Posted on মার্চ ১৮th, ২০২৫

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন

Posted on মার্চ ৬th, ২০২৫

স্মার্ট যাত্রার টেকসই সমাধান-টেইলজি ই-মোটরসাইকেল

Posted on মার্চ ৬th, ২০২৫

চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে আরএফএল-এর চুক্তি

Posted on মার্চ ৩rd, ২০২৫

ভ্যাসলিনের নতুন পণ্য ‘ভ্যাসলিন গ্লুটা হায়া’ সিরাম ইন লোশন

Posted on মার্চ ৩rd, ২০২৫

ওয়ালটন নিয়ে এলো ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

Posted on মার্চ ৩rd, ২০২৫

ল্যাক্সফো’র নতুন রিচার্জেবল ফ্যান উন্মোচন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপের B2C প্ল্যাটফর্ম উদ্বোধন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫