Follow us

স্বাধীনতার মাসে আরএফএলের উদ্যোগ

RFL

নিজস্ব প্রতিবেদক :: স্বাধীনতার মাসে জনসচেতনতামূলক কর্মসূচি ‘দেশ আমার, দোষ আমার’ শিরোনামে একটি উদ্যোগ গ্রহণ করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল।

রোববার রাজধানীর ফুজি ট্রেড সেন্টারে আরএফএলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, অভ্যাসবশত আমরা অনেক কাজ করি, যেগুলো দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। অনেকেই রাস্তায় যত্রতত্র গাড়ী থামিয়ে যাত্রী তোলা ও নামানো এবং গাড়ী পার্কিং করে। এতে যানজট তৈরী হয়। অনেক সময় দেখা যায় নির্ধারিত স্থানে ময়লা না ফেলে যেখানে সেখানে ফেলা হচ্ছে, ফলে আমরা আমাদের প্রিয় শহরকে পরিচ্ছন্ন রাখতে পারছি না। আমরা বেশিরভাগ সময়ই এসব ঘটনার জন্য সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানকে দোষারোপ করি। কিন্তু এর জন্য আমরা নিজেরাই দায়ী সে বিষয়টি ভুলে যাই। একটু সচেতন হলে এসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

তিনি আরো বলেন, দেশ বদলাতে হলে অবশ্যই আমাদের অভ্যাসের পরিবর্তন করতে হবে। আমরা ঠিক থাকলে দেশ এগিয়ে যাবে, বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে।

কর্মসূচির অংশ হিসাবে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে জনসচেতনতামূলক বার্তা প্রচার, পাবলিক স্পটে লিফলেট বিতরণ এবং রবীন্দ্র সরোবরে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হবে।

এছাড়া স্কুল-কলেজ, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে যেখানে ডাস্টবিন নেই, সেখানে আরএফএল এর পক্ষ থেকে ডাস্টবিন স্থাপন করা হবে যাতে সবাই নির্ধারিত জায়গায় ময়লা আবর্জনা ফেলতে পারে।

গত ২০ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ৭ এপ্রিল পর্যন্ত।

সংবাদ সম্মেলনে আরএফএল প্লাস্টিকস্ লিমিটেডের হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান, আরএফএলের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শরিফুল ইসলাম ও প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসেনসহ গ্রুপটির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

 

(বিডি প্রেস রিলিস/২৫ মার্চ/এসএম)


LATEST POSTS
ডেলের সেরা সল্যুশন প্রোভাইডার স্মার্ট টেকনোলজিস

Posted on জুলাই ১৬th, ২০২৪

বাজার মাতাতে অনার নিয়ে আসছে এআই পোট্রেইট মাস্টার অনার ২০০ এবং

Posted on জুলাই ১৬th, ২০২৪

তিন স্বর্ণসহ সাতটি রপ্তানি পদক পেল প্রাণ-আরএফএল

Posted on জুলাই ১৫th, ২০২৪

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৩৮১তম সভা অনুষ্ঠিত

Posted on জুলাই ৬th, ২০২৪

ইসলামী ব্যাংকের ভাটিয়ারী উপশাখা উদ্বোধন

Posted on জুলাই ৬th, ২০২৪

বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্যাশলেস লেনদেনে প্রস্তুত করবে ভবিষ্যৎ প্রজন্মকে

Posted on জুলাই ৬th, ২০২৪

‘ফুডি’র পথচলা শুরু

Posted on জুলাই ৬th, ২০২৪

বাজারে শক্তিশালী ব্যাটারি নিয়ে ভিভোর নতুন স্মার্টফোন

Posted on জুলাই ৬th, ২০২৪

বিশ্বখ্যাত ফটোগ্রাফি স্টুডিও হারকোর্ট ফিচার নিয়ে আসছে স্মার্টফোন অনার ২০০ সিরিজ

Posted on জুনe ৩০th, ২০২৪

ঈদে অনার স্মার্টফোনে অবিশ্বাস্য ক্যাশব্যাক ও ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেট

Posted on জুনe ৮th, ২০২৪