Follow us

স্টাইলে ঈদ উদযাপন করুন বাটা’র সাথে

 

এবার ঈদ উৎসব সেলিব্রেট করতে আপনি কি অলরেডি এক্সাইটেড? তাহলে আপনার এক্সাইটমেন্ট আরও বাড়িয়ে দিতে এবং উৎসবের মুহূর্তগুলোকে স্মরণীয় করতে বাংলাদেশের ফুটওয়্যার ব্র্যান্ড বাটা নিয়ে এসেছে বিশাল আয়োজন! সবচেয়ে লেটেস্ট কালেকশন থেকে শুরু করে ফান-ফুর্তি ভরপুর ক্যাম্পেইন, ঈদের আনন্দ বাড়িয়ে দিতে বাটা কমতি রাখেনি কোনো কিছুরই। চলুন জেনে নেই বাটা আপনার জন্য কী কী আকর্ষণ নিয়ে এসেছে।

ঈদকে সামনে রেখে বাটা একই ছাদের নিচে নিয়ে এসেছে শত শত ডিজাইনের জুতা, যেখানে পরিবারের সবার জন্যই আছে অনেক ভ্যারিয়েশন। নারী, পুরুষ, শিশু সবার জন্য নিউ বাটা রেড কালেকশন, বাটা কমফিট, মেরি ক্লেয়ার, নর্থ স্টার, পাওয়ার এবং অন্যান্য বড় ব্র্যান্ডের বিশাল কালেকশন নিয়ে বাটা এখন ঈদ শপিংয়ের ওয়ান স্টপ ডেস্টিনেশন। ঈদ উৎসবকে আনন্দঘন করতে বাটায় আছে ট্রেন্ডি জুতার বিশাল কালেকশন, তাই সাশ্রয়ী মূল্যে খুঁজে পাবেন আপনার পছন্দের সেরা জুতা জোড়া।

নিউ বাটা রেড কালেকশনে রয়েছে ২০০’র বেশি আকর্ষণীয় জুতা। সারপ্রাইজিং, রাইট? কিন্তু চমকের এখনো অনেক কিছু বাকি। বাটায় পাবেন ৬০০’র বেশি নতুন ডিজাইন এবং বিশ্বমানের উন্নত ফুটওয়ার টেকনোলজির অন্যন্য কম্বিনেশন যেমন অর্থোলাইট কুশনিং, ম্যাসাজিও এবং মেমরি কুশনিং, অ্যানাটমিক ফুটবেড, আল্ট্রা সফট মেমোরি ফোম ও রিসাইকেলিং মেটেরিয়াল যা আপনার প্রতি স্টেপকে করবে আরও আরামদায়ক। প্রযুক্তিগতভাবে উন্নত ডিজাইনের এসব জুতা আপনাকে দেবে আগের থেকে ৫০% বেশি আরাম ও স্থায়িত্ব, ব্যাকটেরিয়া থেকে প্রটেকশন, এবং ওজনে হালকা অনভূতি। তাই স্টাইল ও ফ্যাশনের সাথে এবারের ঈদকে রাঙাতে এবং সবার নজর কারতে আস্থা রাখুন বাটায়।

ঈদ নিয়ে বাটার আয়োজন কেবল এখানেই শেষ নয়, কারণ বাটার সাথে এবারে থাকছে নামকরা সব ইনফ্লুয়েন্সাররা! বাংলাদেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে নিয়ে বাটা তার ঈদ কালেকশন ঘিরে তৈরি করছে পপুলার এক ট্রেন্ড। এছাড়া ঈদে সবার শপিং এক্সপেরিয়ন্সের বিষয়কে মাথায় রেখে বাটা নিয়ে এসেছে অ্যামেজিং একটি টিভিসি, যা বাটার ডিজাইন ও স্টাইল ভ্যারিয়েশন এবং পরিবারের সবার জন্যই যে আছে অনেক চয়েস অপশন, তা নিয়ে কথা বলে। বাটার সাথে জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের কলাবরেশন ও বাহারি সব ক্যাম্পেইনের উদ্দেশ্যই ছিল বাটাকে সবার কাছে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে তুলে ধরা। একইসাথে গ্রাহকদের আরও কাছে পৌঁছে যেতে ও বাটার শত ভ্যারিয়েশন ও ডিজাইনের জুতা পরখ করে দেখার সহজ করে দিতে বাটা দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে চলেছে অ্যাক্টিভেশন ক্যারাভান।

অফলাইন কেনাকাটার পাশাপাশি, যারা ঘরে বসেই ঈদের নিউ বাটা রেড কালেকশনের জুতা কিনতে চান, তাদের জন্য আছে বাটার অনলাইন প্ল্যাটফর্ম Batabd.com. বাটার অনলাইন শপিং প্ল্যাটফর্মকে গ্রাহকদের কাছে আরও পরিচিত ও জনপ্রিয় করে তুলতে বাটা ইতিমধ্যেই দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে তৈরি করেছে সাড়া জাগানো সব ক্যাম্পেইন। তারকাদের নিয়ে করা এই ক্যাম্পেইনগুলোর মাধ্যমে বাটা নিজেকে তরুণদের মাঝে একটি ট্রেন্ডি এবং ফ্যাশনেবল ব্র্যান্ড হিসেবে পরিচিত করে তুলেছে।

বিডি প্রেসরিলিস / ০৪ এপ্রিল ২০২৩ /এমএম  


LATEST POSTS
শুরু হলো সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫

Posted on মার্চ ১৯th, ২০২৫

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

Posted on মার্চ ১৮th, ২০২৫

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন

Posted on মার্চ ৬th, ২০২৫

স্মার্ট যাত্রার টেকসই সমাধান-টেইলজি ই-মোটরসাইকেল

Posted on মার্চ ৬th, ২০২৫

চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে আরএফএল-এর চুক্তি

Posted on মার্চ ৩rd, ২০২৫

ভ্যাসলিনের নতুন পণ্য ‘ভ্যাসলিন গ্লুটা হায়া’ সিরাম ইন লোশন

Posted on মার্চ ৩rd, ২০২৫

ওয়ালটন নিয়ে এলো ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

Posted on মার্চ ৩rd, ২০২৫

ল্যাক্সফো’র নতুন রিচার্জেবল ফ্যান উন্মোচন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপের B2C প্ল্যাটফর্ম উদ্বোধন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫