নিজস্ব প্রতিবেদক :: এই রমজানে দেশের সবচেয়ে জনপ্রিয় লাইফস্টাইল ব্যান্ড আড়ংয়ের সাব-ব্র্যান্ড তাগা ও তাগা ম্যান নিয়ে এলো “সেহরি আন্ডার দ্য স্টারস অ্যাট টেরাকোটা টেলস” ইভেন্ট। ঢাকার তেজগাঁও-এ আড়ংয়ের মাল্টি-ব্র্যান্ড আউটলেটের পাশে অবস্থিত ঢাকার নতুন ডাইনিং স্পট “টেরাকোটা টেলস”-এ তাগা ও তাগা ম্যান এই ইভেন্টের মাধ্যমে উদযাপন করছে পরিবার ও বন্ধুদের সাথে একাত্ততা।ইভেন্টটি চলবে ৭, ৮, ১৪, ১৫, ২১, ২২ এবং ২৮ এপ্রিল, ২০২২ তারিখে এবং যে কেউ এই দিনগুলোতে রাত ১০টা থেকে ভোর ৪.৩০ পর্যন্ত এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন।
এই ইভেন্টে উপভোগ করা যাবে ‘টেরাকোটা টেলস’ এর বিশেষ সেহরি মেন্যু এবং একই সাথে মজাদার সব স্ন্যাস্কস এবং ড্রিঙ্কস। অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব কারুকাজ তৈরি করতে পারবেন কারুশিল্পের বিভিন্ন বুথে। এছাড়াও এই ইভেন্টে আড়ং এর সাব-ব্র্যান্ড আড়ং আর্থ এর নতুন পণ্যসমূহ এবং তাগা ও তাগা ম্যান এর ঈদের কালেকশন চেক করা সহ বিশেষ ছাড় উপভোগ করা যাবে। সেইসাথে বিশেষ এন্ট্রি অফারের আওতায় “ক্লাব তাগা”-তে যোগদানের মাধ্যমে গ্রাহকরা সারা বছর বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।আড়ং বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি সামাজিক উদ্যোগ।
বিডি প্রেসরিলিস / ১০ এপ্রিল ২০২২ /এমএম
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪