নিজস্ব প্রতিবেদক :: আর্থিক খাতে অসাধারণ নেতৃত্বের জন্য ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স ২০২৪ ও ফাইন্যান্সএশিয়া অ্যাওয়ার্ড ২০২৪-এ ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ এর স্বীকৃতি পেয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল)। বিনিয়োগ ব্যাংকিংয়ে উদ্ভাবন, উৎকর্ষ ও গ্রাহক-সন্তুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে অব্যাহত প্রতিশ্রুতির আরেকটি অসাধারণ মাইলফলক হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার মাত্র ৪ বছরেই দ্রুত খ্যাতি অর্জন করা ইউসিবিআইএল দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবার নতুন মানদণ্ড স্থাপন করেছে।
অনন্য এই দুটি স্বীকৃতি কেবল ইউসিবিআইএল’র সাফল্যকেই তুলে ধরে না; একইসাথে, ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর এই মুহূর্তে এমন স্বীকৃতি স্মরণীয় হয়ে থাকবে। এই অর্জনগুলো প্রতিষ্ঠানটির অবস্থানকে আরও সুদৃঢ় করে, যা দেশের আর্থিক খাতের অগ্রগতি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার টানা দ্বিতীয়বারের মতো এই সম্মান অর্জন করলো প্রতিষ্ঠানটি। এর আগে, গতবছরও ইউরোমানি ও ফাইন্যান্সএশিয়া কর্তৃক বাংলাদেশের সেরা বিনিয়োগ ব্যাংকের স্বীকৃতি পেয়েছিল ইউসিবিআইএল।
বিডি প্রেসরিলিস / ১৫ সেপ্টেম্বর ২০২৪ /এমএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫