নিজস্ব প্রতিবেদক :: মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রযুক্তি ও উদ্ভাবনী প্রদর্শনী আইটিইএক্সে অংশগ্রহণকৃত ১৩২৭ উদ্ভাবনের মধ্যে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন থেকে গৃহীত উদ্যোগ একশপ ২১টি দেশের মধ্যে সর্বোচ্চ সম্মানিত পুরষ্কার ‘সেরা আন্তর্জাতিক উদ্ভাবনী পুরস্কার’ ও স্বর্ণপদক পেয়েছে।
অনুষ্ঠানে মালয়েশিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়েও বি ইন, শিক্ষামন্ত্রী ডা. মাজলি মালিক এবং বিভিন্ন দেশের ইনোভেশন সোসাইটির সভাপতিগণ উপস্থিত ছিলেন।
গতবারের ধারাবাহিকতা রেখে এবারও এ টু আই প্রকল্প -আই ল্যাব বাংলাদেশকে এই আয়োজনে প্রতিনিধিত্ব করে।
প্রান্তিক ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবকদের উদ্ভাবন ছাড়াও এই আয়োজনে এবার এটুআই প্রকল্প এর দুইটি নিজস্ব উদ্যোগ ও উদ্ভাবন অংশ নেয় । আই ল্যাব এর চারটি উদ্ভাবনের প্রতিটিই সম্মানজনক রৌপ্য (সিলভার) পদকে ভূষিত হয়।
২০১৯ এ ‘সেরা উদ্ভাবক- আইটিইএক্স ’পুরস্কার পেয়েছে অর্জন করেছেন রেজওয়ানুল হক জামি, হেড অব কমার্শিয়ালাইজেশন, আইল্যাব এবং টিম লিড, গ্রামীণ ই-কমার্স।
বিডি প্রেস রিলিস/ ৭ মে ২০১৯ / এমএম
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on অক্টোবর ৩০th, ২০২৪
Posted on অক্টোবর ৩০th, ২০২৪
Posted on অক্টোবর ৩০th, ২০২৪
Posted on অক্টোবর ৩০th, ২০২৪
Posted on অক্টোবর ২৭th, ২০২৪
Posted on অক্টোবর ২৭th, ২০২৪
Posted on অক্টোবর ১৩th, ২০২৪