নিজস্ব প্রতিবেদক :: সেইফপ্যাড বাংলাদেশের সাথে চুক্তি দারাজের অনলাইন মার্কেটপ্লেস, দারাজ বাংলাদেশ সম্প্রতি হাত মিলিয়েছে দেশের প্রথম রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেফপ্যাড বাংলাদেশের সাথে। সেফপ্যাড মূলত একটি ড্যানিশ প্রতিষ্ঠান যা বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া ও কেনিয়াতে তাদের ব্যবসা পরিচালনা করছে।
কোম্পানিটি এই প্রথমবারের মতো দেশে উৎপাদন করছে অ্যান্টিমাইকোবাইল প্রযুক্তি সম্পন্ন রিইউজেবেল স্যানিটারি ন্যাপকিন যাতে রয়েছে অধিক শোষণ ক্ষমতা এবং পুনর্ব্যবহারযোগ্যতা। দুই ধরণের প্যাকেজিং-এ এই স্যানিটারি ন্যাপকিনটি এখন পাওয়া যাবে দারাজ অ্যাপে। উল্লেখ্য, সেইফপ্যাড বাংলাদেশ “আমার দারাজ” এর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের একটি সামাজিক প্রকল্প যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের স্বল্প খরচে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা হবে।সেইফপ্যাড বাংলাদেশ ও দারাজের মধ্যকার এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানটি দারাজ বাংলাদেশ লিমিটেডের বনানীস্থ সদর দফতরে অনুষ্ঠিত হয়।
চুক্তির সময়ে সেইফপ্যাড বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাহমিদ কামাল চৌধুরী, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং দারাজ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দারাজের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, হেড অফ সি.এস.আর অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, তানজিলা রহমান ও হেড অফ মার্কেটিং সৈয়দ আবরার হাসনাইন।
বিডি প্রেস রিলিস / ০৮ জুলাই ২০১৯ /এমএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫