নিজস্ব প্রতিবেদক :: মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ফেসবুকের সহযোগিতায় অপেক্ষাকৃত কম ডিজিটাল সুবিধাপ্রাপ্ত নারীদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় তাদেরকে নিরাপদ উপায়ে ও দায়িত্বশীলতার সঙ্গে ডিজিটাল দুনিয়ার বিভিন্ন সুবিধা ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।
এ উপলক্ষে বাংলালিংক সম্প্রতি চালু করেছে শিখবো বেশি, পারবো বেশি শীর্ষক একটি ক্যাম্পেইন, যার মাধ্যমে নির্ধারিত জনগোষ্ঠীর নারীরা বিনামূল্যে ফেসবুক ব্যবহারের ওপর প্রশিক্ষণ পাবেন। এর পাশাপাশি স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, শিশু শিক্ষা ও অর্থ সঞ্চয় বিষয়ক কর্মশালাতেও অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা। ডিসেম্বর মাস নাগাদ গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের ১৮০টি তৈরি পোশাক কারখানায় এই কার্যক্রম পরিচালিত হবে। এই উদ্যোগের মাধ্যমে ১৬ হাজার নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে।বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ডিজিটাল বিপ্লবে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সমাজ থেকে ডিজিটাল বৈষম্য দূর করা সম্ভব।
বিডি প্রেসরিলিস / ০২ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১০th, ২০১৯
Posted on ডিসেম্বর ১০th, ২০১৯