নিউজ ডেস্ক :: ১৬ অক্টোবর শুরু হচ্ছে সিম্ফনির নতুন ক্যাম্পেইন ‘সিম্ফনি মেগা ধামাকা অফার’। সিম্ফনির নির্দিস্ট মডেলের স্মার্টফোন কিনে এখন আপনি জিতে নিতে পারেন বিদেশ ভ্রমণের জন্য এয়ার টিকেট, মোটরসাইকেল অথবা নিশ্চিত ক্যাশব্যাক।
এই অফারে অন্তর্ভুক্ত স্মার্টফোনগুলো হলো সিম্ফনি জেড ১০, পি১১, আই ৭৫, আই ৬০, আই ১০ প্লাস, আই ১০০, আই ৯০, ভি ৭৮, ভি ৭৫ এম ২জিবি, ভি ১৪০, ভি ১৩৫। এ ছাড়াও হ্যালিও এস ৬০ এবং হ্যালিও এস ৫ ও এই অফারের আওতায় রয়েছে।
সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় থাকছে প্রতি হ্যান্ডসেটেই। প্রতিদিন থাকছে নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বালি, কলকাতা রিটার্ন এয়ার টিকেট। এ ছাড়াও আছে প্রতি সপ্তাহে একটি মোটরবাইক। সঙ্গে আছে অপারেটর বান্ডেল অফার।
জেড ১০, পি ১১, আই ৭৫ এবং হ্যালিও এস৬০ স্মার্টফোনের সঙ্গে নিশ্চিত ক্যাশব্যাক ছাড়াও অন্যান্য সব অফার প্রযোজ্য থাকবে।
অফারটি পেতে হলে রিটেইলারের মাধ্যমে নিম্নরূপে এসএমএস করতে হবেঃ FB <স্পেস> ১৫ ডিজিটের IMEI নাম্বার <স্পেস> কাস্টমারের মোবাইল নাম্বার পাঠাতে হবে ২৫৯৫৯ নাম্বারে।
বিডি প্রেস রিলিস/১৪ অক্টোবর ২০১৮/এসএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫