নিজস্ব প্রতিবেদক :: দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রিত হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের সিম্ফনি ভি৭৫ মডেলটি এখন পর্যন্ত সাড়ে ৮ লাখ গ্রাহকের চাহিদা পূরণ করতে সমর্থ হয়েছে। গত ৩ জুলাই ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা, বাঞ্ছারামপুর থানার সিম্ফনির একটি দোকান থেকে তাছলিমা আক্তার নামে একজন গ্রাহক সিম্ফনি ভি৭৫ এর সাড়ে ৮ লাখতম হ্যান্ডসেটটি ক্রয় করেন।
২০১৬ সাল থেকে এই সিম্ফনি ভি৭৫ স্মার্টফোনটি বাজারজাত করা শুরু হয় এবং ২০১৮ সাল থেকে এই ফোনটি বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে। আমদানি এবং বাংলাদেশে উৎপাদন সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৮ লাখ ৭০ হাজার পিস সিম্ফনি ভি৭৫ দেশের বাজারে দিতে সমর্থ হয়েছে সিম্ফনি মোবাইল। বিক্রির প্রথম বছর থেকেই এই হ্যান্ডসেটটি গ্রাহকের মন জয় করে নিয়েছিল এবং গ্রাহক চাহিদার কারণে এখনো সিম্ফনি মোবাইল এই স্মার্টফোনটি বাজারজাত করে যাচ্ছে।
সিম্ফনির সাড়ে ৮ লাখতম গ্রাহককে অভিনন্দন জানান এবং শুভেচ্ছা স্মারক তুলে দেন সিম্ফনির হেড অফ সেলস, এম.এ হানিফ, ডেপুটি জেনারেল ম্যানেজার, মার্কেটিং, মোহাম্মাদ রিয়াদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার, বিজনেস প্ল্যানিং এন্ড এ্যানালাইসিস, তারিকুল ইসলাম। গ্রাহক চাহিদার শীর্ষে থাকা এই হ্যান্ডসেটটির দাম মাত্র ৪ হাজার ৭৯০ টাকা।
বিডি প্রেস রিলিস / ১৮ জুলাই ২০১৯ /এমএম
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫