নিজস্ব প্রতিবেদক :: বসন্তের শীতল হাওয়া সকলের মনে দোলা দেয়। কিন্তু বসন্ত বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আগমনী বার্তা নিয়ে আসছে গ্রীষ্মের কাঠফাটা রোদের আর অসহনীয় গরম। যা সকলের জন্যই কষ্টের। এই গরমের কষ্ট প্রতিরোধে এসির বিকল্প ভাবা যায় না। যদিও এসি সব পেশার মানুষের সাধ্যের মধ্যে থাকে না। কিন্তু বাজারে এসে গেলো সাধ্যের মধ্যে মিনিস্টারের এসি।
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড বাংলাদেশের সনামধন্য একটি ইলেকট্রনিক্স কোম্পানি। সল্পমূল্যে বিভিন্ন দেশীয় পণ্য পাওয়া যায় এখানে। এসি একটি বিশেষ পণ্য। যা বিশেষ গুণাবলী দিয়ে তৈরি করা হয়।
মিনিস্টারের এসি জাপান ব্র্যান্ড কম্পেসার। বাংলাদেশে এই প্রথম কম্পেসার ৭ বছর গ্যারান্টি।
পরিবেশ বান্ধব তাই পরিবেশের ক্ষতি করে না। বিদ্যুৎ বিলও অনেক কম। ফ্রি ইন্সটলেশন সুবিধাও আছে।
তাই সাধ্যের মধ্যে সল্প মূল্যে কিনে ফেলুন দেশীয় পণ্য মিনিস্টারের এসি।
বিডি প্রেস রিলিস/২৯ মার্চ ২০১৯/ এমএম
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪