Follow us

সাউথইস্ট ব্যাংকের সঙ্গে দারাজ বাংলাদেশের চুক্তি

সাউথইস্ট ব্যাংকের সঙ্গে দারাজ বাংলাদেশের চুক্তি

নিউজ ডেস্ক :: বাংলাদেশের ই-কমার্স ব্যবসার অন্যতম দারাজ বাংলাদেশ লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড (এসইবিএল) এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন এই চুক্তির মাধ্যমে কার্ড হোল্ডারদের এসইবিএল মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ড ব্যবহার করে অনলাইনে কেনাকাটার সুযোগ প্রদান করা হচ্ছে।

মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সল্যুশন একটি এসইবিএল মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিস যা সম্প্রতি দারাজ.কম.বিডিতে চালু হয়েছে, এটি দিনরাত ২৪ ঘণ্টা দ্রুত এবং সুরক্ষিত লেনদেন প্রক্রিয়াকরণের সুবিধা ভিসা এবং মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের প্রদান করছে।

এ ছাড়াও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের কার্ড হোল্ডাররা দারাজ বাংলাদেশ লিমিটেড থেকে ১২ মাসের জন্য ইএমআই সুবিধা গ্রহণ করতে পারবেন। মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিস তার পার্টনারদের ই-কমার্স পেমেন্ট প্রক্রিয়াকরণ এবং জালিয়াতি প্রতিরোধের সমাধান প্রদান করে।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে, ব্যবসায়ীরা সারাবিশ্ব থেকে সহজেই এবং নিরাপদে ডিজিটাল পেমেন্ট পদ্ধতির সেবা গ্রহণ করতে পারেন। সব ধরণের কার্ড ও যেকোনো পেমেন্ট নেটওয়ার্কের জন্য মাস্টারকার্ড সিস্টেম ই-কমার্স পেমেন্ট প্রক্রিয়াকরণ নিশ্চিত করে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এসএম মাইনুদ্দিন চৌধুরী বলেছেন, “নিরাপদ ও সুনিশ্চিত লেনদেন নিশ্চিত করার জন্য, দারাজ বাংলাদেশ লিমিটেড এসইবিএল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যা রিয়েল টাইম ট্রানজেকশন প্রসেসিং ক্ষমতার সাথে দ্রুত ও সুরক্ষিত লেনদেনের প্রক্রিয়া নিশ্চিত করে এবং দিনরাত ২৪ ঘন্টা নিশ্চিন্তে এই সেবা সুবিধা উপভোগ করা যায়। এখন গ্রাহকরা দারাজকমবিডি থেকে পণ্য এবং সেবা কিনতে এসইবিএল পেমেন্ট গেটওয়ে সুবিধাটি উপভোগ করতে পারবেন। আমরা ডিজিটাল যুগে বাংলাদেশের এই গৌরবদীপ্ত পদযাত্রায় গর্বিত।’’

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক এই উপলক্ষে বলেন, অতি আনন্দের সাথে জানাচ্ছি দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংকের সাথে চুক্তির ফলে আমরা আমাদের প্রিয় গ্রাহকদের আরও অত্যাধুনিক সুবিধা প্রদান করতে যাচ্ছি, যার ফলে এখন সবাই খুব সহজেই সুরক্ষতার সাথে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। আশা করছি আমরা গ্রাহকদের সুবিধার্থের ভবিষ্যতে আরো এরকম অনেক পদক্ষেপ নিব।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেছেন, ই-কমার্স লেনদেন গত কয়েক বছরে ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। দারাজের মত একটি কোম্পানী যা যাবতীয় ই-কমার্স লেনদেনের বিপুল অংশ নিয়ন্ত্রন করে; তার পেমেন্ট সুবিধা প্রদানকারী হতে পেরে মাস্টারকার্ড অত্যন্ত আনন্দিত। মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সল্যুশনের মাধ্যমে কার্ড হোল্ডাররা এখন দারাজ বাংলাদেশ থেকে পণ্যসামগ্রী আরো সহজে এবং নিরাপদ ভাবে ক্রয় করতে পারবেন।

বিডি প্রেস রিলিস/১৮ অক্টোবর ২০১৮/এসএম


LATEST POSTS
ল্যাক্সফো’র নতুন রিচার্জেবল ফ্যান উন্মোচন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপের B2C প্ল্যাটফর্ম উদ্বোধন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫

দেশের বেস্ট বেভারেজ ব্র্যান্ড এখন মোজো

Posted on জানুয়ারি ১st, ২০২৫

সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতার স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

সুজুকির ২৫০ সিসির দুই মোটরসাইকেল এখন দেশের বাজারে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

শীতে উষ্ণতার যোগান দিতে ‘সারা’র শীতপোশাকের সম্ভার

Posted on নভেম্বর ২৬th, ২০২৪

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন ওয়ালটনের

Posted on নভেম্বর ১৭th, ২০২৪

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

Posted on নভেম্বর ১৭th, ২০২৪