Follow us

সাউথইস্ট ব্যাংকের সঙ্গে দারাজ বাংলাদেশের চুক্তি

সাউথইস্ট ব্যাংকের সঙ্গে দারাজ বাংলাদেশের চুক্তি

নিউজ ডেস্ক :: বাংলাদেশের ই-কমার্স ব্যবসার অন্যতম দারাজ বাংলাদেশ লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড (এসইবিএল) এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন এই চুক্তির মাধ্যমে কার্ড হোল্ডারদের এসইবিএল মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ড ব্যবহার করে অনলাইনে কেনাকাটার সুযোগ প্রদান করা হচ্ছে।

মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সল্যুশন একটি এসইবিএল মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিস যা সম্প্রতি দারাজ.কম.বিডিতে চালু হয়েছে, এটি দিনরাত ২৪ ঘণ্টা দ্রুত এবং সুরক্ষিত লেনদেন প্রক্রিয়াকরণের সুবিধা ভিসা এবং মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের প্রদান করছে।

এ ছাড়াও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের কার্ড হোল্ডাররা দারাজ বাংলাদেশ লিমিটেড থেকে ১২ মাসের জন্য ইএমআই সুবিধা গ্রহণ করতে পারবেন। মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিস তার পার্টনারদের ই-কমার্স পেমেন্ট প্রক্রিয়াকরণ এবং জালিয়াতি প্রতিরোধের সমাধান প্রদান করে।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে, ব্যবসায়ীরা সারাবিশ্ব থেকে সহজেই এবং নিরাপদে ডিজিটাল পেমেন্ট পদ্ধতির সেবা গ্রহণ করতে পারেন। সব ধরণের কার্ড ও যেকোনো পেমেন্ট নেটওয়ার্কের জন্য মাস্টারকার্ড সিস্টেম ই-কমার্স পেমেন্ট প্রক্রিয়াকরণ নিশ্চিত করে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এসএম মাইনুদ্দিন চৌধুরী বলেছেন, “নিরাপদ ও সুনিশ্চিত লেনদেন নিশ্চিত করার জন্য, দারাজ বাংলাদেশ লিমিটেড এসইবিএল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যা রিয়েল টাইম ট্রানজেকশন প্রসেসিং ক্ষমতার সাথে দ্রুত ও সুরক্ষিত লেনদেনের প্রক্রিয়া নিশ্চিত করে এবং দিনরাত ২৪ ঘন্টা নিশ্চিন্তে এই সেবা সুবিধা উপভোগ করা যায়। এখন গ্রাহকরা দারাজকমবিডি থেকে পণ্য এবং সেবা কিনতে এসইবিএল পেমেন্ট গেটওয়ে সুবিধাটি উপভোগ করতে পারবেন। আমরা ডিজিটাল যুগে বাংলাদেশের এই গৌরবদীপ্ত পদযাত্রায় গর্বিত।’’

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক এই উপলক্ষে বলেন, অতি আনন্দের সাথে জানাচ্ছি দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংকের সাথে চুক্তির ফলে আমরা আমাদের প্রিয় গ্রাহকদের আরও অত্যাধুনিক সুবিধা প্রদান করতে যাচ্ছি, যার ফলে এখন সবাই খুব সহজেই সুরক্ষতার সাথে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। আশা করছি আমরা গ্রাহকদের সুবিধার্থের ভবিষ্যতে আরো এরকম অনেক পদক্ষেপ নিব।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেছেন, ই-কমার্স লেনদেন গত কয়েক বছরে ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। দারাজের মত একটি কোম্পানী যা যাবতীয় ই-কমার্স লেনদেনের বিপুল অংশ নিয়ন্ত্রন করে; তার পেমেন্ট সুবিধা প্রদানকারী হতে পেরে মাস্টারকার্ড অত্যন্ত আনন্দিত। মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সল্যুশনের মাধ্যমে কার্ড হোল্ডাররা এখন দারাজ বাংলাদেশ থেকে পণ্যসামগ্রী আরো সহজে এবং নিরাপদ ভাবে ক্রয় করতে পারবেন।

বিডি প্রেস রিলিস/১৮ অক্টোবর ২০১৮/এসএম


LATEST POSTS
রিয়েলমি ও সোয়াপের চুক্তি স্বাক্ষর

Posted on মার্চ ২৫th, ২০২৩

রমজানে ইফতার বিতরণ ক্যাম্পেইন শুরু করল রবি

Posted on মার্চ ২৫th, ২০২৩

যাচাই ডট কম-একশপের কার্যক্রম শুরু

Posted on মার্চ ১৫th, ২০২৩

রিয়েলমি ফ্যান ফেস্ট ২০২২-এর বিজয়ীর নাম প্রকাশ

Posted on মার্চ ১৫th, ২০২৩

৪০০ শতাংশ বেশি বিক্রির রেকর্ড অপো রেনো এইট টি’র

Posted on মার্চ ১২th, ২০২৩

বেঙ্গল গ্রুপের নারী দিবস উদযাপন

Posted on মার্চ ৯th, ২০২৩

ওয়েস্টার্ন পোশাক নিয়ে ‘ঢেউ’-এর যাত্রা শুরু

Posted on মার্চ ৯th, ২০২৩

ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেলেন রামুর জসিম উদ্দিন

Posted on মার্চ ৯th, ২০২৩

৭০ মিলিয়ন ব্যবহারকারীর প্রথম পছন্দ অপো রেনো সিরিজ

Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩

বাংলাদেশেই বিশ্বমানের সফটওয়্যার উৎপাদন করছে ইউনিসফট

Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩