নিজস্ব প্রতিবেদক :: বান্দরবানের পাহাড় ঘেরা সাইরু হিল রিসোর্টস লিমিটেডে ১০ শতাংশ ছাড় পাবেন রবির গ্রাহকরা।
ধন্যবাদ কর্মসূচির আওতায় এ অফার এনেছে অপারেটরটি।
এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীতে রবি কর্পোরেট কার্যালয়ে রবির কাস্টমার লাইফসাইকেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক এবং সাইরু হিল রিসোর্টসের ম্যানেজিং ডিরেক্টর মুস্তাফা আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি সই করেন।
চুক্তির আওতায় রবির গ্রাহকরা সাইরু থেকে বিশেষ প্যাকেজ সুবিধাসহ রুম ভাড়ার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র লয়েলটি অ্যান্ড উইনব্যাকের জেনারেল ম্যানেজার তওফিক ইমাম, লয়েলটি অ্যান্ড উইনব্যাকের ম্যানেজার শাহাদাত মজুমদার ও আহমেদ চৌধুরী এবং সাইরু হিল রিসোর্টসের জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল (শাহীন) উপস্থিত ছিলেন
বিডি প্রেস রিলিস/ ০২ এপ্রিল ২০১৯/ এমএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫