Follow us

শেষ দিনে ব্যাপক ভিড়, ল্যাপটপ কেনায় ব্যস্ত ক্রেতারা

 

নিজস্ব প্রতিবেদক :: শুক্রবার ব্যাপক বেচাবিক্রির পর শনিবারও ইসেট ল্যাপটপ মেলায় সকাল থেকেই ব্যাপক ভিড় করছেন ক্রেতা-দর্শনাথীরা।সকাল থেকেই ভিড়ে শুরু হয় ল্যাপটপ মেলা। দুপুর গড়াতেই সেই ভিড় বাড়তে শুরু করে আরও। শেষ দিন হওয়ায় ছাড় উপহারে ল্যাপটপ কিনতে সাধারণ ক্রেতারা আসছেন মেলায়।

শনিবার সকাল সকাল মেলায় এসেছিলেন আবদুর রহমান। তিনি টেকশহরডটকমকে বলেন, একটি এইচপির ল্যাপটপ কিনেছি। এরপর স্ক্র্যাচ কার্ড ঘঁষে ২০ হাজার টাকা ক্যাশব্যাক পেয়েছি। একই সঙ্গে বেশ কিছু উপহারও পেয়েছি মেলায়।

মেলায় ল্যাপটপ কিনে স্ক্র্যাচ কার্ডে আরেক ক্রেতা পেয়েছেন ১০ হাজার টাকার ক্যাশব্যাক। একজন লেনোভোর ল্যাপটপ কিনে পেয়েছেন ৩২ ইঞ্চির সনি টিভি।

আবদুল্লাহ আল বারাকাত নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। তিনি জানান, একটি ল্যাপটপ কেনার জন্য তিনি বেশ কয়েকদিন থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন। শেষ মেলায় এসে কিনেছেন।

বিডি প্রেস রিলিস / ১৩ জুলাই ২০১৯ /এমএম