ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের ত্বকও পরিবর্তন হয়। বড়রা না হয় সেই পরিবর্তনের সাথে মিল রেখে বিভিন্ন সামগ্রী ব্যবহার করতে পারে। কিন্তু আপনার আদরের সোনামনির ত্বকের যত্নে? শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুদের ত্বক সাধারণত বড়দের তুলনায় ৫ গুন পাতলা। তাই ওদের চাই বেশি যত্ন।
বড়দের লোশনের ময়েশ্চারাইজার বাবুর ত্বকের জন্য যথেষ্ট না। এমনকি এগুলোতে থাকে ক্ষতিকর রাসায়নিক উপাদান যেমন প্যারাবেন, আর্টিফিশিয়াল ডাই এবং ব্লিচ যা শিশুদের ত্বক, চোখে ও মুখে গিয়ে ওদের ভয়াবহ ক্ষতি করে। এই উপকরণগুলো শিশুর ত্বকে র্যাশ, লালচে ভাব এবং অস্বস্তি তৈরি করে।
বাবুর জন্য তাই দরকার রিচ ময়েশ্চারাইজার সমৃদ্ধ মেরিল বেবি লোশন যা ওদের নরম, কোমল ত্বককে সুরক্ষায়,যত্নে আগলে রাখে।৫ গুন পাতলা হওয়ায় বাবুর ত্বক একটু পরপরই শুষ্ক হয়ে যায়। রিচ ময়েশ্চারাইজার দীর্ঘক্ষণ ত্বককে সুরক্ষিত রাখে। বাবু থাকে আরামে তাই আপনিও থাকেন নিশ্চিন্তে। তাই বাবুর ত্বকের যত্নে চাই প্যারাবেন, আর্টিফিশিয়াল ডাই এবং ব্লিচমুক্ত বাবুর জন্য বিশেষ ভাবে তৈরী মেরিল বেবি লোশন।
বিডি প্রেসরিলিস / ১১ নভেম্বর ২০২৩ /এমএম
Posted on ডিসেম্বর ৪th, ২০২৩
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৩
Posted on ডিসেম্বর ২nd, ২০২৩
Posted on ডিসেম্বর ২nd, ২০২৩
Posted on ডিসেম্বর ২nd, ২০২৩
Posted on ডিসেম্বর ১st, ২০২৩
Posted on নভেম্বর ৩০th, ২০২৩
Posted on নভেম্বর ২৯th, ২০২৩
Posted on নভেম্বর ২৭th, ২০২৩
Posted on নভেম্বর ২৩rd, ২০২৩