নিজস্ব প্রতিবেদক :: শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতকে জনপ্রিয় করে তোলা ও সেগুলো রোবটিক্সে প্রয়োগ করতে রোবো চ্যাম্প আয়োজন হচ্ছে।বাংলাদেশ ইনোভেশন ফোরাম আগামী ২৮ মার্চ দিনব্যাপী রোবটিক্স ওয়ার্কশপ ও সকার রোবট কম্পিটিশন নামের ওই ‘রোবো চ্যাম্প ২০২০’ আয়োজন করবে।
আয়োজনে সারাদেশ থেকে স্কুল পড়ুয়া প্রায় ৪০টি দল অংশগ্রহণ করবে এবং প্রতি দলে ছয় জন করে অংশ নেবে।আয়োজনে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী ও অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী, মোট তিনটি গ্রুপে ভাগ হয়ে তারা কাজ করবে।
শিক্ষার্থীরা তিনটি গ্রুপে তিনটি ভিন্ন সকার রোবট তৈরি করবে। এতে তাদের সহযোগিতা ও তত্বাবধান করবে মেন্টররা। দ্বিতীয় পর্বে ৪০টি দল কম্পিটিশনে অংশগ্রহণ করবে।তিনটি গ্রুপ থেকে ছয়টি দলকে চ্যাম্পিয়ন, রানার্স আপ ঘোষণা করা হবে।
বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, শিশু কিশোরদের মধ্যে রোবটিক্স নিয়ে নতুন নতুন আবিষ্কারকে উৎসাহিত করতে ৬৪ জেলায় বাংলাদেশ ইনোভেশন ফোরাম কর্মশালাটি আয়োজন করবে। তারই ধারাবাহিকতায় চতুর্থ কর্মশালাটি ঢাকায় অনুষ্ঠিত হবে।
বিডি প্রেসরিলিস /০৪ মার্চ ২০২০ /এমএম
Posted on ফেব্রুয়ারি ৪th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২nd, ২০২৩
Posted on জানুয়ারি ২৬th, ২০২৩
Posted on জানুয়ারি ২৪th, ২০২৩
Posted on জানুয়ারি ১৮th, ২০২৩
Posted on জানুয়ারি ১৭th, ২০২৩
Posted on জানুয়ারি ৮th, ২০২৩
Posted on জানুয়ারি ৮th, ২০২৩
Posted on জানুয়ারি ৬th, ২০২৩
Posted on জানুয়ারি ৫th, ২০২৩