Follow us

শিশুর নিরাপদ যত্ন নিশ্চিতে ‘প্যারাসুট জাস্ট ফর বেবি’

 

নিজস্ব প্রতিবেদক ::  সন্তানের যত্নে সেরা পণ্য বাছাই মায়েদের দুশ্চিন্তার অন্যতম কারণ। সেই দুশ্চিন্তার সহজ সমাধান নিয়ে বরাবরই হাজির হয় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর বেবি প্রোডাক্ট ব্র্যান্ড ‘প্যারাসুট জাস্ট ফর বেবি’। তারই ধারাবাহিকতায় ব্র্যান্ডটি সম্প্রতি শুরু আনতে চলেছে ‘মাদারস রেকমেন্ডেশন’ শীর্ষক সচেতনতামূলক উদ্যোগ। এবং এই কাজে ব্র্যান্ডের পার্টনার হতে যাচ্ছেন দেশের রুপালী পর্দার পরিচিত মুখ, অভিনেত্রী তাসনুভা হক এলভিন।

এই সচেতনতামূলক উদ্যোগের অংশ হিসাবে, ‘প্যারাসুট জাস্ট ফর বেবি’ পণ্য ব্যবহারকারী মায়েরা অন্য মায়েদের ব্র্যান্ডটির পণ্যসামগ্রী ব্যবহারে উৎসাহিত করবেন। এই উদ্যোগের লক্ষ্য হ’ল বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং ব্যবহার থেকে আশ্বস্ত হয়ে মায়েরা যেন শিশুর নিরাপদ যত্নের পণ্যসামগ্রী অন্যান্য মায়েদের কাছে রেকমেন্ড করে। এতে অংশগ্রহণ করতে হলে, ‘প্যারাসুট জাস্ট ফর বেবি’র ফেইসবুক পোস্টে প্রথমে ‘আই রেকমেন্ড প্যারাস্যুট জাস্ট ফর বেবি টু’ লিখে পরিচিত কোন মা’কে ট্যাগ করে কমেন্ট করতে হবে। যারা সর্বাধিক সংখ্যক মায়েদের রেকমেন্ড করবেন, তাদের জন্য থাকছে ‘প্যারাসুট জাস্ট ফর বেবি’র হ্যান্ডেলসে ফিচার হওয়ার সুবর্ণ সুযোগ। ৫০ জন মা যারা সবচেয়ে বেশি রেকমেন্ড করবেন, তাদের জন্য প্যারাসুট জাস্ট ফর বেবি’র পক্ষ থেকে থাকছে একটি বিশেষ হ্যাম্পার জেতার সুযোগ।

উদ্যোগটির অংশ হিসেবে অভিনেত্রী তাসনুভা হক এলভিন বলেন, “শিশুদের নিরাপদ যত্ন নিয়ে মায়েরা সবসময়ই চিন্তিত থাকেন। আবার সেটি নিশ্চিত করতে সেরা বেবি প্রোডাক্ট বাছাইয়ে মায়েরা হর-হামেশাই কনফিউজড হয়ে পড়েন। কিন্তু এই বলে তো আদরের সন্তানের যত্ন ও সুরক্ষা নিয়ে তো আর আপোষ করা চলে না! আর তাই মায়েদের দুশ্চিন্তা ও কনফিউশন দূর করতে সবচেয়ে নিরাপদ বেবি প্রোডাক্ট ‘প্যারাসুট জাস্ট ফর বেবি’র এই সচেতনতামূলক উদ্যোগটি সহায়তা করবে। শিশুর নিরাপদ যত্নে ‘প্যারাসুট জাস্ট ফর বেবি’র এই উদ্যগের একটি অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত এবং সকল মায়েদের অংশগ্রহণ করার জন্য এবং নিরাপদ যত্নের পণ্যসামগ্রী ব্যবহারের জন্য আমি আহ্ববান জানাচ্ছি।”

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ডিরেক্টর আশীষ গোপাল বলেন, “আমাদের বেবি প্রোডাক্ট ব্র্যান্ড ‘প্যারাসুট জাস্ট ফর বেবি’ শিশুদের নিরাপদ যত্নে এবং মায়েদের দুশ্চিন্তা নিরসনে সবসময় সচেষ্ট । আর তাই শিশুর নিরাপদ যত্ন নিশ্চিতে এবং বাচ্চাদের যত্ন নেওয়ার ক্ষেত্রে মায়েদের সঠিক পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য, সকল মায়েদের হাতে নিরাপদ বেবি কেয়ার পণ্যটি পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।” তিনি আরও বলেন, “ব্র্যান্ডের পণ্যগুলো প্যারাবেন ফ্রি, অস্ট্রেলিয়ান মেড সেফ অ্যালার্জি টেস্টেড এবং ১০০% নিরাপদ উপাদান দ্বারা তৈরি হওয়ায়, শিশুদের যত্নে বিশেষ কার্যকরী। তাই ‘প্যারাসুট জাস্ট ফর বেবি’ পণ্যসামগ্রী ব্যবহারকারী মায়েরা অন্য মায়েদের এই পণ্য ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।”

বিডি প্রেসরিলিস / ১০ জুন ২০২১ /এমএম 


LATEST POSTS
ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রহমানের আত্মীয় আলফাডাঙ্গার ওসি! সাজানো প্রশাসন নিয়ে নিরপেক্ষ নির্বাচন হবে?

Posted on ডিসেম্বর ৪th, ২০২৩

ফাঁকা মাঠে গোলের সুযোগ নেই, প্রার্থিতা ফিরবে আপিলে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৩

ইউনিলিভার বাংলাদেশ পেল ‘ডিইআই চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’

Posted on ডিসেম্বর ২nd, ২০২৩

দেশে ইয়ামাহার নতুন দুই বাইক

Posted on ডিসেম্বর ২nd, ২০২৩

ফরিদপুর-১ আসনে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন

Posted on ডিসেম্বর ২nd, ২০২৩

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন খসরু চৌধুরী

Posted on ডিসেম্বর ১st, ২০২৩

ফরিদপুর-১ আসনের উন্নয়ন নিয়ে আরিফুর রহমান দোলনের ইতিবাচক ভাবনা

Posted on নভেম্বর ৩০th, ২০২৩

প্রিমিয়ার ব্যাংকের গুলশান এভিনিউ শাখার শুভ উদ্বোধন

Posted on নভেম্বর ২৯th, ২০২৩

আলফাডাঙ্গা-বোয়ালমারীতে আরিফুর রহমান দোলনের পক্ষে গণজোয়ার, স্বতন্ত্র প্রার্থী হতে জোর দাবি

Posted on নভেম্বর ২৭th, ২০২৩

১২ জিবি র‍্যামের নতুন অসাম স্মার্টফোন আইটেল এ৭০

Posted on নভেম্বর ২৩rd, ২০২৩