নিজস্ব প্রতিবেদক :: শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের উদ্যোগে সম্প্রতি ‘অ্যাডভান্সমেন্ট অফ কমিউনিটি ওফথালমোলজি ইন জাপান অ্যান্ড বাংলাদেশ’র উপর একটি আন্তর্জাতিক কন্টিনুয়াস মেডিকেল এডুকেশনের (সিএমই) আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ)। তিনি রেটিনাজনিত রোগ এবং ডায়াবেটিস রেটিনোপ্যাথি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রফেসর ডা. জাফর খালেদ, চেয়ারম্যান-অফথালমোলজি বিভাগ, (বিএসএমএমইউ) এবং প্রফেসর ডা. মো. শওকত কবির, চেয়ারম্যান-কমিউনিটি অফথালমোলজি বিভাগ, (বিএসএমএমইউ)। এছাড়াও অংশগ্রহণ করেন অ্যাসোসিয়েট প্রফেসর ডা. এম শীষ রহমান, কমিউনিটি অফথালমোলজি বিভাগ, (বিএসএমএমইউ), অ্যাসোসিয়েট প্রফেসর ডা. শামস মহম্মদ নোমান, গ্লকোমা অ্যান্ড ফেকো সার্জন, (বিএসএমএমইউ), ডা. শেখ মাহবুব উস সোবহান-হারুন আই ফাউন্ডেশন হাসপাতাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিজ্ঞ জাপানিস প্রফেসর ডা. মাকোতো আইহারা, ডিরেক্টর-টোকিও ইউনিভার্সিটি, অফথালমোলজি বিভাগ, জাপান (অনলাইন ভিডিও বার্তা দ্বারা উপস্থাপন করেন), ডা. কাজুহিকো ডাননৌয়ে, চেয়ারম্যান অব ডাননৌয়ে আই ক্লিনিক, জাপান এবং ডা. নাওফুমি কিতা, সিইও-মিটাস মেডিকেল, জাপান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডা. মুনতাসির বিন শহীদ, সিনিয়র কনসালটেন্ট (অফথালমোলজি)-শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল।
বিডি প্রেসরিলিস / ০৮ নভেম্বর ২০২২ /এমএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫