নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর মিরপুরে গতকাল বুধবার ‘শিখবে সবাই’ এর নতুন ব্রাঞ্চ উদ্বোধন হয়। মিরপুর ১১নং বাসস্টপেজের পাশেই, এইচবি কর্পোরেশন ভবনের দ্বিতীয় তলায় ‘শিখবে সবাই’ এর নতুন ব্রাঞ্চ স্থাপন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেওনিয়ার বাংলাদেশের ব্র্যান্ড এম্বাসেডর এমরাজিনা আই খান এবং ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ডেটা কনসালটেন্ট সাইদুর মামুন খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোশিয়ানের সিইও তানভীর সৌরভ এবং শিখবে সবাইয়ের সকল ফাউন্ডাররা।
দক্ষ আইটি প্রফেশনাল এবং ফ্রিল্যান্সার তৈরির লক্ষে শিখবে সবাই যাত্রা শুরু করে ২০১৭ এর মার্চ মাসে বনানীতে স্মার্ট ক্যাম্পাসে।
ইতিমধ্যে অনলাইন এবং অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে প্রায় ৩ হাজার ২০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে শিখবে সবাই। এর মধ্যে প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থী সাফল্যের সঙ্গে বিভিন্ন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করছেন বা চাকরি করছেন।
শিখবে সবাই মিরপুর ব্রাঞ্চের কর্নধার যাকি বারী বলেন, ‘বর্তমানে মিরপুর ক্যাম্পাসে ২টি আধুনিক ল্যাব রয়েছে যেখানে প্রায় ৬০ জন শিক্ষার্থী এক সাথে প্রশিক্ষণ নিতে পারবেন। ক্লাসের পাশা পাশি শিক্ষার্থীদের জন্য কাজ অনুশীলনের ব্যাবস্থা রয়েছে। অভিবাবক দের জন্য রয়েছে বসার ব্যাবস্থা।’
নতুন ব্রাঞ্চ উপলক্ষে শিখবে সবাই দিচ্ছে প্রথম ১০০ জন শিক্ষার্থীকে ভর্তি ফির উপর ৫০% ছাড়। এই অফারে ভর্তি হতে চাইলে এই লিঙ্কে http://bit.ly/ssmirpur রেজিষ্ট্রেশন করতে হবে।
গ্রাফিক ডিজাইন এবং ইউ আই ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এই দুটি কোর্সের মোট চারটি ব্যাচ দিয়ে যাত্রা শুরু করেছে শিখবে সবাই মিরপুর ব্রাঞ্চ।
বিডি প্রেস রিলিস/২৮ মার্চ ২০১৯/ এমএম
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১২th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৬th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৪th, ২০২৩