নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের বাজারে শক্তপোক্ত ফোন আনার ঘোষণা দিল নকিয়া। মডেল নকিয়া ৮০০ টাফ। এই ফোনটিকে নকিয়া বলছে দুনিয়ার সবচেয়ে রাফ-টাফ ফোন। কেননা, এটি আইপি সার্টিফায়েড। অর্থাৎ এটি হাত থেকে পড়লেও সহজে ভাঙবে না। পানিতেও ভিজতেও কিছু হবে না। এর মূল্য ধরা হয়েছে ১০ হাজার ২৫০ টাকা।
সম্প্রতি বাংলাদেশের বাজারে নকিয়া ৮০০ টাফ মডেলটি বিক্রির ঘোষণা দেয়। এটি একটি ফিচার ফোন হলেও এতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আছে। ছবি তোলার জন্য আছে ক্যামেরাও। ডিসেম্বরের শুরুতে ফোনটি বাংলাদেশের বাজারে বিক্রি শুরু হবে। ব্ল্যাক স্টিল এবং স্যান্ড কালারে ফোনটি পাওয়া যাবে।
ফোনটিতে আছে ২.৪ ইঞ্চির রঙিন ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৪০x৩২০পিক্সেল। এতে ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহৃত হয়েছে। এতে ৫১২ মেগাবাইট র্যাম রয়েছে। স্টোরেজের জন্য আছে ৪ জিবি রম। ব্যাকআপের জন্য ফোনটিতে ২১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। যা এক চার্জে টানা সাতদিন ব্যাকআপ দেবে।
ফিচার ফোন হলেও নকিয়া ৮০০ টাফে ফোরজি এলটিই কানেক্টিভিটি দেয়া হয়েছে। সিঙ্গেল ও ডুয়েল সিম ভার্সনে ফোনটি বাজারে পাওয়া যাবে।ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন এমএসএম৮৯০৫ মডেলের চিপসেট ব্যবহার করা হয়েছে।ফোনটির আকর্ষণীয় ফিচার হচ্ছে এর শক্তপোক্ত চেসিস বা কাঠামো যা এক দীর্ঘস্থায়িত্ব দেবে। এছাড়াও এর ওয়াটারপ্রুফ মেকানিজম একে করেছে অনন্য।
বিডি প্রেসরিলিস / ১৬ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫