Follow us

লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ওনার্স সোসাইটির ফ্যামিলি ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের দীপালি রিসোর্টে সম্প্রতি ফ্যামিলি ডে’র আয়োজন করে লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ওনার্স সোসাইটি (এলবিএনওএ)। প্রথমবারের মতো সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে অন্যরকম এক আয়োজন করে সংগঠনটি।

দিনব্যাপী এই আয়োজনে শীতকালীন পিঠা, দেশী ফলমূলসহ নানা ধরনের খাবারের ব্যবস্থা ছিল। এ ছাড়াও, পুরুষ, নারী ও শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থাসহ বিজয়ীদের দেয়া হয় পুরষ্কার। ছিল চমকপ্রদ ১০টি লটারি এবং তার উপহার। প্রায় ২০০ জনের অংশগ্রহণে ফ্যামিলি ডে হয়ে ওঠে প্রাণবন্ত।

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজনকে সফল করার জন্য এলবিএনওএ নির্বাহী কমিটির সব সদস্য প্রত্যেক অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ওনার্স সোসাইটির সভাপতি ফুয়াদ মুহাম্মাদ শরফুদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলমগীর হোসেন ছাড়াও সোসাইটির অন্য সদস্যদের সার্বিক সহযোগিতা ফ্যামিলি ডে সফলভাবে সমাপ্ত হয়।

লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ওনার্স সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলমগীর হোসেন বলেন, প্রতি বছর আমরা চেষ্টা করব ফ্যামিলি ডে উদযাপন করার। শুধু ফ্যামিলি ডে’তেই নয় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আরো অনেক সেমিনার, সভার আয়োজন এর মধ্যে করেছি এবং ভবিষ্যতেও করব।

তিনি আরো বলেন, আমাদের ফ্যামিলি ডে’র আয়োজন সত্যিই চমৎকার ছিল। যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা চেষ্টা করেছি ফ্যামিলি ডে প্রাণবন্ত করার জন্য।

বিডি প্রেস রিলিস/২৮ মার্চ ২০১৯/ এসএম


LATEST POSTS
ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫

পাঠাওয়ের ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

Posted on মে ১৫th, ২০২৫

সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল

Posted on মে ১৫th, ২০২৫