নিজস্ব প্রতিবেদক :: ইসেতান সিঙ্গাপুরে এখন লা রিভের পোশাক সামগ্রী পাওয়া যাচ্ছে। লা রিভ ঈদ কালেকশন-২০১৮ দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক বিক্রি শুরু করে জাপানী এই মেগামল।
প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে, ফ্যাশনপ্রেমীদের জন্য ইসেতান সিঙ্গাপুরে লা রিভের সালয়ার-কামিজের পাশাপাশি আরও পাওয়া যাচ্ছে টিউনিকস, লং কামিজ, লং ফতুয়া, পালাজ্জো ইত্যাদি।
লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মন্নুজান নার্গিস জানান, বাংলাদেশি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড হিসাবে আমাদের তৈরি পোশাক এখন আন্তর্জাতিক বাজারে পাওয়া যাচ্ছে, এটি যেমন আনন্দের তেমনি ইসেতানের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ মাল্টি ব্র্যান্ড স্টোরের মাধ্যমে এই যাত্রার সূচনা আর বেশি আনন্দের।
‘পাশাপাশি লা রিভ ঈদ কালেকশন-২০১৮ নিয়ে স্থানীয় ও সিঙ্গাপুরে অবস্থানকারী বাংলাদেশীদের আগ্রহ ও উদ্দীপনা আমাদের উৎফুল্ল করেছে।’
প্রসঙ্গত, পোশাকে স্বপ্নের প্রতিফলন ঘটাতে ২০০৯ সালে ঢাকায় যাত্রা শুরু করা লা রিভ-এর মিরপুর, মোহাম্মদপুরে আদাবর থানা সংলগ্ন হীরা টাওয়ার ও বাসাবো আগমন সিনেমা কমপ্লেক্সে স্টোরসহ বনশ্রী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, ওয়ারী, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি ও পুলিশ প্লাজাসহ নারায়ণগঞ্জ, সিলেট ও খুলনায় নিজস্ব আউটলেট রয়েছে।
এছাড়া পণ্য হাতে বুঝে পেয়ে দাম পরিশোধের সুবিধায় ‘ক্যাশ অন ডেলিভারি’তে www.lerevecraze.com ওয়েবসাইটেও লা রিভের সকল পোশাক ও অনুষঙ্গ পাওয়া যাচ্ছে।
(বিডি প্রেস রিলিস/২৩ মে ২০১৮/এসএম)
Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ৮th, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২nd, ২০২৩
Posted on সেপ্টেম্বর ২nd, ২০২৩
Posted on আগস্ট ৩০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩
Posted on আগস্ট ২০th, ২০২৩