নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, গ্রাউন্ড ফ্লোর, হাজী ব্রাদার্স সেন্টার, ২ নং রেল গেট, শহীদ সোহরাওয়ার্দী সড়ক, নারায়ণগঞ্জ এ র্যাংগস ইলেকট্রনিক্স – নারায়ণগঞ্জ শোরুম এর উদ্বোধন করেছে।
যমুনা ফিউচার পার্ক এ অবস্থিত ২২০০ স্কয়ার ফুট আয়তননের এই শোরুমটি নারায়ণগঞ্জে অফিসিয়াল “সনি” পণ্যের বৃহত্তম স্টোর। এখানে পাওয়া যাবে সনির আধুনিক প্রযুক্তির “BRAVIA XR” প্রসেসর সমৃদ্ধ OLED টিভি, 4K Google TV; Sony Aplha Camera, লেন্স ও এক্সেসরিজ; সনি হোম অডিও ও ভিডিও সিস্টেম।
থাকছে অফিসিয়াল LG 4K UHD, NanoCellGes OLED TV; AI Inverter রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার; ইয়ারবাডস। সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে Electrolux, Kelvinator, Rangs, Kenstarসহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র্যাংগস স্টোরে।
উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফট সহ আরো অনেক চমক।র্যাংগস ইলেকট্রনিক্স-নারায়ণগঞ্জ শোরুম এর উদ্বোধন করেন র্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মিস বিনাস হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেটিং এবং সেলস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।গত ৪০ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। যাবতীয় স্বাস্থ্যসুরক্ষা মেনেই এই অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।
বিডি প্রেসরিলিস / ১৭ সেপ্টেম্বর ২০২২ /এমএম
Posted on ডিসেম্বর ৪th, ২০২৩
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৩
Posted on ডিসেম্বর ২nd, ২০২৩
Posted on ডিসেম্বর ২nd, ২০২৩
Posted on ডিসেম্বর ২nd, ২০২৩
Posted on ডিসেম্বর ১st, ২০২৩
Posted on নভেম্বর ৩০th, ২০২৩
Posted on নভেম্বর ২৯th, ২০২৩
Posted on নভেম্বর ২৭th, ২০২৩
Posted on নভেম্বর ২৩rd, ২০২৩