নিজস্ব প্রতিবেদক :: দেশের টেলিকম খাত বিশেষজ্ঞ টিআইএম নূরুল কবীর রোটারি ইন্টারন্যাশনালের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে সেল্ফ অ্যাভব অ্যাওয়ার্ড পেয়েছেন।রোটরি ইন্টারন্যাশনাল প্রতি বছর স্বেচ্ছাসেবক রোটাৃরিয়ান যারা তাদের সময় এবং প্রতিভা কাজে লাগিয়ে অন্যদের সহায়তা করেন তাদের এমন সম্মানে ভূষিত করে। এটিকে সংস্থাটির সর্বোচ্চ সম্মান হিসেবে দেখা হয়।
পুরস্কারের জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে রোটেরিয়ানদের নির্বাচন করে রোটারি ইন্টারন্যাশনাল।এই বছর সারা বিশ্ব থেকে ৭০ রোটিয়ারিয়ান পুরস্কারটি পেয়েছেন। বাংলাদেশ থেকে পুরস্কারটি পেয়েছেন টিআইএম নূরুল কবীর।
রোটারি জেলা গভর্নর আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি হস্তানন্তর করেন।এর আগে বাংলাদেশ থেকে ২০১৫ সালে পুরস্কারটি পেয়েছিলেন এএফএম আলমগীর।নূরুল কবীর মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটবের সাবেক মহাসচিব, তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতে দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে তার।
বিডি প্রেস রিলিস / ১৬ জুলাই ২০১৯ /এমএম
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪