Follow us

রূপালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক ::  রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৈদেশিক বানিজ্য ঋণ ও আন্তর্জাতিক বিভাগের আয়োজনে সারা দেশের ২৯টি আমদানি-রপ্তানি শাখা (এডি শাখা) ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণ করে। কনফারেন্সে উদ্বোধক ও প্রধান আলোচক ছিলেন রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

এসময় ম্যানেজিং ডিরেক্টর বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট শাখাসমূহের প্রতি নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি আমানত বৃদ্ধি ও খেলাপী ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। ডিএমডি মো. এবনুজ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আলোচক ছিলেন ডিএমডি খন্দকার আতাউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর।

আমাদানী ও রপ্তানী বানিজ্যে উৎসাহিত করার জন্য অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোকে পুরস্কারের জন্য কর্পোারেট-১ ও কর্পোরেট-২ এই দুইভাগে ভাগ করা হয়। কর্পোরেট -১ শাখা ক্যাটাগরিতে আমদানী বানিজ্যে রূপালী সদন কর্পোরেট শাখা, ঢাকা ও রপ্তানী বানিজ্যে এস কে রোড কর্পোরেট শাখা, নারায়নগঞ্জ এবং কর্পোরেট-২ শাখা ক্যাটাগরীতে আমদানী ও রপ্তানী বাণিজ্যে উভয় ক্ষেত্রে রূপালী সদন কর্পোরেট শাখা, চট্টগ্রামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও আমদানী ও রপ্তানী বানিজ্যে লক্ষ্যমাত্রা অর্জন করায় মতিঝিল কর্পোরেট শাখা, ঢাকাকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয় এবং আমদানী ও রপ্তানী বানিজ্যে বিশেষ অবদানের জন্য স্থানীয় কার্যালয়কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের জিএম মো. শফিকুল ইসলাম, পারসুমা আলম, মো. মজিবর রহমান, সঞ্চিয়া বিনতে আলী, খান ইকবাল হোসেন, মো. গোলাম মর্তুজা, ওয়াহিদা বেগম, মো. শওকত আলী খান, সালমা বানু, আবুল খায়ের, তাহমিনা আখতার, ইয়াছমিন বেগম, শচীন্দ্র নাথ সমাদ্দার, আবদুর রহমান, ফয়েজ আলম, কাজী ওয়াহিদুল ইসলাম, উত্তম কুমার পাল, হারুনুর রশিদ , সিএফও শওকত জাহান খাঁন এফসিএমএ, প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ের সকল ডিজিএম এবং ২৯ টি এডি শাখার শাখা ব্যবস্থাপকগণসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস /১৭ মার্চ ২০২১ /এমএম 


LATEST POSTS
দেশে আসুসটর পণ্য এনেছে স্টারটেক

Posted on এপ্রিল ২০th, ২০২১

দরিদ্র্য ও অসহায় মানুষের পাশে প্রিমিয়ার ব্যাংক

Posted on এপ্রিল ২০th, ২০২১

দেশে ই-স্টোর চালু করবে ভিভো

Posted on এপ্রিল ২০th, ২০২১

‘নগদ’ এ দৈনিক লেনদেন ছাড়াল ৪০০ কোটি টাকা

Posted on এপ্রিল ২০th, ২০২১

বাংলাদেশ পুলিশকে সুরক্ষা সামগ্রী দিল মেডিক্যার সেইফলাইফ

Posted on এপ্রিল ২০th, ২০২১

ওয়ালটনের নতুন ফোনের অনলাইন প্রি-বুকে ১০০০ টাকা ছাড়

Posted on এপ্রিল ২০th, ২০২১

বাবাহারা প্রধানমন্ত্রীর কাছে ব্যাংকার কন্যার দাবি

Posted on এপ্রিল ২০th, ২০২১

ঈদ আয়োজন নিয়ে এসেছে ফেইসরঙ

Posted on এপ্রিল ১৯th, ২০২১

নিপুণের ঈদ আয়োজন

Posted on এপ্রিল ১৯th, ২০২১

ফ্রি হোম ডেলিভারিতে পাওয়া যাবে মটোরোলা ফোন

Posted on এপ্রিল ১৯th, ২০২১