নিজস্ব প্রতিবেদক :: প্যাটার্নে ভিন্নতা, রঙের দীপ্তিতে, মোটিফের নান্দনিকতা আর প্রিন্টের স্বাতন্ত্র্য নতুন পোশাক এনেছে ফ্যাশন হাউস রূপকথা। রূপকথার চিফ ডিজাইনার ও ক্রিয়েটিভ প্রধান নূর ইসলাম জানান, নতুন পোশাকগুলোয় ফ্লোরাল মোটিফ, ডিজিটাল প্রিন্ট, মেশিন এমব্রয়ডারিকে প্রাধান্য দেয়া হয়েছে। ক্যাজুয়াল পোশাকের প্যাটার্নে থাকছে টেইলর্ড লুক। রূপকথা ফ্যাশন হাউসে পাওয়া যাবে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পোলোশার্ট, কাবলি । রূপকথার পোশাক সারাদেশে পাইকারি খুচরা বিক্রি করা হয়। যোগাযোগ: রূপকথা, দোকান নং ৩২, সিটি প্লাজা, ফুলবাড়িয়া ঢাকা । ১০৩/এ নীচতলা আজিজ সুপার মার্কেট, শাহবাগ ঢাকা। মোবাইল: ০১৭০৫-২৮৩৬৩২ ।
বিডি প্রেস রিলিস/ ২১ এপ্রিল ২০১৯/ এমএম
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১২th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৬th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৪th, ২০২৩