নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম, ঈদ-উল-ফিতর উপলক্ষে ক্যাম্পেইনে ‘রামাদান ডিলস’ ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কৃত করেছে। মঙ্গলবার বিক্রয় ডট কম-এর প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের স্মার্টফোন, এয়ার টিকেট, রেফ্রিজারেটর ও টেলিভিশনসহ অসংখ্য পুরস্কার প্রদান করা হয়।
বিজয়ীরা হলেন কাজী আশরাফুল হক, শামীমা আলম, শওকত আলী, আফজাল হোসেন, আফরিনা আকতার, আদনান ফিরোজ, সালাউদ্দিন ইউসুফ এবং মো. খলিলুর রহমান। এই ক্যাম্পেইনে বিক্রয়’র পার্টনার হিসেবে ছিল মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড, বাংলাদেশে নোকিয়ার একমাত্র আমদানিকারক প্রতিষ্ঠান নোকিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম’র হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যাড সেলস ঈশিতা শারমিন, মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস কে.এম.জি. কিবরিয়া, এইচএমডি গ্লোবাল’র হেড অব বিজনেস ফারহান রশীদ, এবং এইচএমডি গ্লোবাল’র রিটেইল চ্যানেল মার্কেটিং ম্যানেজার মো. কামরুল ইসলাম সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রেস রিলিস/ ১৪ জুন ২০১৯ / এমএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫