নিজস্ব প্রতিবেদক :: রিয়েল এস্টেট কোম্পানি রূপায়ণ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রাতুল প্রোপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হলেন নওরীন জাহান মিতুল। গত রবিবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সভাকক্ষে নওরীন জাহান মিতুলের হাতে যোগদানপত্র তুলে দেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী নুর রহমান বলেন, ‘রাতুল প্রোপার্টিজ লিমিটেড রিয়েল স্টেট মার্কেটে সততার সঙ্গে সেকেন্ডারি বিজনেস পরিচালনা করে আসছে। নব নিযুক্ত ম্যানেজিং ডিরেক্টরের দিক নির্দেশনায় কাস্টমারদের আরও উন্নত সেবার পাশাপাশি নতুন নতুন প্রোডাক্ট ও সার্ভিস চালু করে দেশের সেকেন্ডারি মার্কেটকে আরও সম্মৃদ্ধ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ’
এসময় অনলাইনে এবং সরাসরি উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, শেয়ার হোল্ডার ডিরেক্টর রোকেয়া বেগম নাসিমা, শেয়ার হোল্ডার ডিরেক্টর সাইফ আলী খান অতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসেন সেলিম, উপদেষ্টা ক্যাপ্টেন (অবঃ) পি জে উল্লাহ, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল কালাম আজাদ, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান দেওয়ান, রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান এবং রাতুল প্রোপার্টিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী নুর রহমানসহ রূপায়ণ গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা।উল্লেখ্য, নওরীন জাহান মিতুল রিয়েল স্টেট সেক্টরের সেকেন্ডারি মার্কেটের প্রথম নারী ম্যানেজিং ডিরেক্টর।
বিডি প্রেসরিলিস / ৬ এপ্রিল ২০২১ /এমএম
Posted on এপ্রিল ২০th, ২০২১
Posted on এপ্রিল ২০th, ২০২১
Posted on এপ্রিল ২০th, ২০২১
Posted on এপ্রিল ২০th, ২০২১
Posted on এপ্রিল ২০th, ২০২১
Posted on এপ্রিল ২০th, ২০২১
Posted on এপ্রিল ২০th, ২০২১
Posted on এপ্রিল ১৯th, ২০২১
Posted on এপ্রিল ১৯th, ২০২১
Posted on এপ্রিল ১৯th, ২০২১