নিজস্ব প্রতিবেদক :: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে অনলাইন স্টোর রবিশপ.কম.বিডি। সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।
চুক্তির আওতায়, প্রাইম ব্যাংক পিএলসির বিদ্যমান কার্ড হোল্ডাররা রবিশপ.কম.বিডি থেকে কোনও পণ্য কিনলে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া নতুন কার্ড হোল্ডাররা রবিশপ থেকে পণ্য ক্রয়ের ক্রেত্রে ডিসকাউন্ট ভাউচার উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং রবিশপ-এর ভ্যালু এডেড সার্ভিস, ভ্যাস এন্ড নিউ বিজনেস, মার্কেট অপারেশন বিভাগের জেনারেল ম্যানেজার শফিক শামসুর রাজ্জাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড এডিসি বিজনেস জোয়ার্দার তানভীর ফয়সাল, রবিশপ-এর ডিজিটাল কমার্স, ভাস এন্ড নিউ বিজনেস, মার্কেট অপারেশন বিভাগের ম্যানেজার, মোহাম্মদ সাইদুল ইসলাম ও পার্টনারশিপ এন্ড সোর্সিং, ডিজিটাল কমার্স, ভাস এন্ড নিউ বিজনেস, মার্কেট অপারেশন বিভাগের ম্যানেজর মুহাম্মদ মেহেদী বিন ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রেসরিলিস/২৮ আগস্ট ২০২৪/এএ
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫