Follow us

যশোরে এলো সেইলর, সপ্তাহজুড়ে ডিসকাউন্ট

 

নিজস্ব প্রতিবেদক :: ফুলের রাজধানী খ্যাত যশোরে পাল তুলেছে জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর। শহরের মুজিব সড়ক রোডে অবস্থিত আউটলেটটি তাদের ১৯তম সংযোজন।৮ হাজার বর্গফুটের তিন তলা ভবন নিয়ে সর্ববৃহৎ আউটলেটটি সাজানো হয়েছে। নান্দনিক ইন্টেরিয়রের পাশাপাশি ক্রেতাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আউটলেটে রয়েছে পর্যাপ্ত জায়গা, সার্ভিস কাউন্টার, আলাদা বসার ব্যবস্থা।

রয়েছে আধুনিক ট্রায়াল রুম ও ফ্রেশরুমের ব্যবস্থা। নতুন এ আউটলেটের প্রতিটি তলায় থাকছে ক্যাটাগরি অনুযায়ী পোশাক এবং নানা ধরনের পণ্য। নিচতলায় থাকছে হোম ডেকোর আইটেম এবং উপহার সামগ্রী। প্রথম তলায় নারী ও শিশুদের কালেকশন। দ্বিতীয় তলায় থাকছে পুরুষদের পণ্য।আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে সেইলর-এর কর্তাব্যক্তি ও যশোরের গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে ৭ দিন ব্যাপী চলবে সর্বোচ্চ ১০০% পর্যন্ত ডিসকাউন্ট।

বিডি প্রেসরিলিস / ৩ মে ২০২১ /এমএম