নিজস্ব প্রতিবেদক :: বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৮-তে অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে এবার আধুনিক ৫-জি প্রযুক্তি, অল-ক্লাউড নেটওয়ার্ক, ইন্টারনেট অফ থিংস(আইওটি) প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। এবারের আয়োজনে মূলত উন্নত যোগাযোগ, উন্নত ব্যবসায়িক প্রসার ও উন্নত প্রযুক্তির অভিজ্ঞতা অর্জনের উপর গুরুত্বারোপ করবে হুয়াওয়ে। বাংলাদেশ সরকারের মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার সম্প্রতি হুয়াওয়ের এই স্টল পরিদর্শন করেন। মাননীয় মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন বিটিআরসি-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড-এর সিইও ঝাও হাওফু ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “হুয়াওয়ে তাদের নিরন্তর প্রচেষ্টা ও উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ মানুষকে এক অনবদ্য নেটওয়ার্কে সংযুক্ত করতে পেরেছে। অভিনব প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বিশ্বের ডিজিটাল ব্যবস্থার উন্নয়নে হুয়াওয়ে যে অবদান রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।”
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড-এর সিইও ঝাও হাওফু বলেন, “মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে হুয়াওয়ে শক্তিশালী প্রযুক্তি আর উদ্ভাবনের মাধ্যমে যে অসামান্য অবদান রেখেছে, তারই ধারাবাহিকতায় এখন আমরা একটা ডিজিটাল বিশ্ব গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনা ও গবেষণার মাধ্যমে হুয়াওয়ে সর্বত্র তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করেছে, যা গ্রাহকদের শক্তিশালী নেটওয়ার্ক, উন্নত ডিভাইস ও নিরবিচ্ছিন্ন ক্লাউড কম্পিউটিং-এর অভিজ্ঞতা দেয়।”
স্পেনের বার্সেলোনায় গত ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৮ চলবে ১ মার্চ পর্যন্ত। হুয়াওয়ে-এর পণ্য ও সেবাগুলি প্রদর্শিত হচ্ছে ফিরা গ্র্যান ভায়া হল ১-এর বুথ ১জে৫০, হল ৩-এর বুথ ৩১৩০ এবং হল ৪-এর ইনোভেশন সিটি জোন-এ।
(বিডি প্রেস রিলিস/১ মার্চ/এসএম)
Posted on ডিসেম্বর ১st, ২০২৩
Posted on নভেম্বর ৩০th, ২০২৩
Posted on নভেম্বর ২৯th, ২০২৩
Posted on নভেম্বর ২৭th, ২০২৩
Posted on নভেম্বর ২৩rd, ২০২৩
Posted on নভেম্বর ২১st, ২০২৩
Posted on নভেম্বর ২১st, ২০২৩
Posted on নভেম্বর ২০th, ২০২৩
Posted on নভেম্বর ১৬th, ২০২৩
Posted on নভেম্বর ১৩th, ২০২৩