Follow us

মুক্তি পেল বাংলা ওয়েবসিরিজ ‘দ্য মডেলস’

মুক্তি পেল বাংলা ওয়েবসিরিজ ‘দ্য মডেলস’

নিউজ ডেস্ক :: ত্রয়ী ভিজ্যুয়ালের নির্মাণে মুক্তি পেল বাংলা ওয়েবসিরিজ ‘দ্য মডেলস’। মূল ভাবনা ও গল্প আলী আফজাল নিকোলাস ও জেসমিন জুঁইয়ের পরিচালনায় বাংলাদেশে নির্মিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা এই ওয়েবসিরিজটি মুক্তি পায় আজ মঙ্গলবার ৯ অক্টোবর ইউটিউব চ্যানেল বঙ্গবিডি থেকে।

‘সিদ্ধান্ত নেয়ার আগে অন্তত দুইবার ভাবুন’ এমনই ট্যাগলাইনে মডেলদের নিয়ে নির্মিত ওয়েবসিরিজের ১০ পর্বের প্রথম পর্ব মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন হাবিবা তামান্না, উষা হক, আরজে রাসেল, নাজনীন নাহার এবং ফারহানা।

জেসমিন জুঁই বলেন, প্রতিটি পর্বেই থাকবে নতুন নতুন চমক। এ ছাড়া প্রতি পর্বেই নতুন নতুন মডেলরা অভিনয় করবে। আমরা চেষ্টা করছি মডেলদের পিছনের গল্পগুলো সবার সমানে উপস্থাপন করতে। এই ওয়েবসিরিজের মোট পর্ব হবে দশটি। ইনডোর ও আউটডোরে শ্যুটিং হবে। তাই পুরো কাজটি হবে দারুণ চ্যালেঞ্জিং। আমি নিজেও একজন মডেল। তাই মডেলদের নিয়ে এই কাজটি করতে ভালো লাগছে। এ ছাড়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ওয়েব সিরিজটিতে দেখা যাবে নতুন মুখ। আর এর সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন ইভানুল কণক।

তিনি আরো বলেন, প্রতিটি গল্পেরই মূল উপজীব্য বিভিন্ন ভিজ্যুয়ালের মডেল ও তাদের জীবনাচার। এমন গল্পেই সিরিজটি নির্মিত। এর মধ্যে আরো কয়েকটি পর্বের শ্যুটিংও শেষ হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। কারণ গল্পগুলো প্রেরণা হয়ে থাকবে।

আলী আফজাল নিকোলাস বলেন, আমি চেষ্টা করেছি সত্য ঘটনা অবলম্বনে কিছু গল্প সবার সামনে উপস্থাপন করতে। হাসি-কান্না, সুখ-দুঃখ, এসব নিয়েই মডেলদের জীবন। বাইরের চাকচিক্য আর রুপালি হাসির মাঝে লুকিয়ে থাকে অনেক গল্প। উত্থানের প্রতিটি সিঁড়িতে পা ফেলতে হয় বুঝেশুনে। একটা ভুল সিদ্ধান্ত নিয়ে যেতে পারে জীবনের অন্ধকার গলিতে। নিজেকে সঠিকভাবে তৈরি করে এগিয়ে নিয়ে যাওয়ার মাঝেই খুঁজে পাওয়া যাবে মডেল হওয়ার স্বার্থকথা। দীর্ঘদিন মডেলদের নিয়ে কাজ করায় খুব কাছ থেকে দেখেছি তাদের জীবনাচার। তাদের দুঃখ-কষ্ট-আনন্দ-বেদনা-হতাশাগুলো খুব কাছে থেকে দেখেছি। অনুভব করেছি, চেষ্টা করেছি সাধ্যের বাইরে গিয়েও সহযোগিতা করার।

তিনি আরো বলেন, আমরা শুধু তাদের বাহিরের দিকটাই দেখি। কিন্তু ভেতরের খবর রাখি না। দ্য মডেলস যারা দেখবেন তারা সে স্বাদ পাবেন। বুঝতে পারবেন একজন মডেলের কতটুকু চ্যালেঞ্জ নিতে হয়। অবশ্যই এই কাজটির প্রথম ভাবনা আমার মাথা থেকে আসে। আমি চিন্তা করি এমন একটি কাজ দর্শকদের ভালো লাগবে। হবে ভিন্ন রকম ও আলাদা ধরনের কাজ। এ ছাড়া পরিচালক হিসেবে জেসমিন জুঁই একেবারে নতুন হলেও তিনি নিজেও একজন মডেল। তাই তিনি ব্যাপারগুলো ভালোভাবেই বুঝতে পেরেছেন। আশা করি প্রতিটি পর্বই দর্শকদের ভালো লাগবে।

উল্লেখ্য, ওয়েবসিরিজটি বঙ্গবিডি ছাড়াও বায়োস্কলাইভডটকমে দেখা যাবে।

বিডি প্রেস রিলিস/৯ অক্টোবর ২০১৮/এসএম


LATEST POSTS
ডেলের সেরা সল্যুশন প্রোভাইডার স্মার্ট টেকনোলজিস

Posted on জুলাই ১৬th, ২০২৪

বাজার মাতাতে অনার নিয়ে আসছে এআই পোট্রেইট মাস্টার অনার ২০০ এবং

Posted on জুলাই ১৬th, ২০২৪

তিন স্বর্ণসহ সাতটি রপ্তানি পদক পেল প্রাণ-আরএফএল

Posted on জুলাই ১৫th, ২০২৪

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৩৮১তম সভা অনুষ্ঠিত

Posted on জুলাই ৬th, ২০২৪

ইসলামী ব্যাংকের ভাটিয়ারী উপশাখা উদ্বোধন

Posted on জুলাই ৬th, ২০২৪

বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্যাশলেস লেনদেনে প্রস্তুত করবে ভবিষ্যৎ প্রজন্মকে

Posted on জুলাই ৬th, ২০২৪

‘ফুডি’র পথচলা শুরু

Posted on জুলাই ৬th, ২০২৪

বাজারে শক্তিশালী ব্যাটারি নিয়ে ভিভোর নতুন স্মার্টফোন

Posted on জুলাই ৬th, ২০২৪

বিশ্বখ্যাত ফটোগ্রাফি স্টুডিও হারকোর্ট ফিচার নিয়ে আসছে স্মার্টফোন অনার ২০০ সিরিজ

Posted on জুনe ৩০th, ২০২৪

ঈদে অনার স্মার্টফোনে অবিশ্বাস্য ক্যাশব্যাক ও ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেট

Posted on জুনe ৮th, ২০২৪