নিজস্ব প্রতিবেদক:: সিয়াম সাধনার মাস রমজান শেষে এলো খুশির ঈদ। ঈদুল ফিতর নিয়ে এসেছে খোদার রহমত। সব ব্যবধান ভুলে শ । আর এর মাধ্যমেই পরিস্ফুট হচ্ছে ঈদুল ফিতরের সত্যিকার তাৎপর্য। কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের লেখা ‘ঈদ এলো রে’ শিরোনামের গানে এমন বার্তা প্রকাশ পেয়েছে।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রয়াত জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। এতে কণ্ঠ দিয়েছেন ক্ষুদে গানরাজখ্যাত নওশীন তাবাসসুম স্মরণ এবং সেরাকণ্ঠের রাফসান মান্নান।
গানটি মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট ‘খালিদ সংগীত’ (www.khalidsangeet.com)-এ প্রকাশিত হয়েছে। একই সঙ্গে ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে গানটির একটি ভিডিও রয়েছে। গানটি ওয়েলকাম টিউন ও রিংটোন হিসেবেও ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের লেখা কবিতা ও গানে পাওয়া যায় নানান ধর্মের ধর্মীয় ও সামাজিক উৎসবের কথা। মানবপ্রেমের মহৎ বাণীতে সমৃদ্ধ তার গান-কবিতা। যা মানুষকে উদ্দীপ্ত করে, পথ দেখায়। মানুষকে পরিচালিত করে সত্য ও সুন্দরের দিকে।
এছাড়াও, পবিত্র রমজান মাস নিয়ে তার লেখা গান রয়েছে যার শিরোনাম ‘আবার এসেছে রমজান’। তিনি গান লিখেছেন মুসলমানদের ধর্মীয় উৎসব শবে কদর, শবে মেরাজ, শবে বরাত, ঈদে মিলাদুন্নবী এবং কোরবানি নিয়ে। মাহবুবুল এ খালিদ রচিত এসব গানে সংশ্লিষ্ট দিবস ও উৎসবের উপলক্ষ্য ও তাৎপর্য দারুণভাবে ফুঁটে উঠে।
ওয়েবসাইটে ‘ঈদ এলো রে’ গানের লিংক : http://www.khalidsangeet.com/musics/details/eid-elore
বিডি প্রেস রিলিস/০৫জুন ২০১৯ / এমএম
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪