নিজস্ব প্রতিবেদক :: অক্টোবরের প্রথম দিন থেকে ওমানের মাস্কাটের পথে নিয়মিত ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।বাংলাদেশের বেসরকারি এ বিমান পরিবহন সংস্থা রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে তারা।
সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস-বাংলার ফ্লাইট। পৌঁছাবে মঙ্গল ও শুক্রবার প্রথম প্রহরে, স্থানীয় সময় রাত ১টায়।
ঢাকার পথের যাত্রীদের নিয়ে মঙ্গল ও শুক্রবার প্রথম প্রহরে স্থানীয় সময় রাত ২টায় মাস্কাট থেকে রওনা হবে ইউএস-বাংলা। সকাল সাড়ে ৮টায় সেই ফ্লাইট শাহজালালে নামবে।সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা বলেছে, কোভিড-১৯ মহামারীর মধ্যে ‘সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে’ ফ্লাইট পরিচালনা করবে তারা।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে আন্তর্জাতিক রুটে গুয়াংজু ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া দেশের ভেতরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে যাত্রী পরিবহন করছে এ বিমান পরিবহন সংস্থা।
বিডি প্রেসরিলিস / ২৮ সেপ্টেম্বর /এমএম
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫