নিজস্ব প্রতিবেদক :: রিয়েলমি খুব শিগগিরই বাজারে আনতে যাচ্ছে ব্র্যান্ডটির নারজো সিরিজের নতুন গেমিং স্মার্টফোন। এই সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী গেমিং প্রসেসর হেলিও জি৯৬ এর সাথে স্টাইলিশ রেসিং ডিজাইনের এই ডিভাইসটি নিশ্চিতভাবে তরুণ প্রযুক্তি অনুরাগী ও গেমিংপ্রেমীদের মন জয় করবে।
শক্তিশালী পারফরম্যান্স ও চমকপ্রদ অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে রিয়েলমি’র নারজো সিরিজ ইতিমধ্যেই গেমিংয়ে আগ্রহী ব্যবহারকারীদের মাঝে খ্যাতি অর্জন করেছে। পূর্ববর্তী ফোনগুলোর তুলনায় ৪২ শতাংশ উন্নত পারফরম্যান্সের সাথে এই নতুন ফোনটি গেমিংপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে।
এছাড়া ফোনটির ডিসপ্লের ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ব্যবহারের স্বাচ্ছন্দ্য কয়েক গুণ বাড়িয়ে দেবে। ঝামেলাহীন ও নিরবচ্ছিন্ন গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য নতুন গেম মোডের সাথে ডিভাইসটি ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন পারফরম্যান্স মোড এবং নোটিফিকেশন স্টাইল বেছে নেওয়ার সুযোগ দেবে।ঘণ্টাব্যাপী নির্বিঘ্নে ব্যবহারের জন্য ডিভাইসটিতে থাকছে ৫,০০০ এমএএইচ বিশাল ব্যাটারি। এসব ফিচারের মাধ্যমে ফোনটি নিঃসন্দেহে গেমিংয়ে অসাধারণ অভিজ্ঞতা প্রদান করবে।
বিডি প্রেসরিলিস /২৪ মার্চ ২০২২ /এমএম
Posted on ডিসেম্বর ১st, ২০২৩
Posted on নভেম্বর ৩০th, ২০২৩
Posted on নভেম্বর ২৯th, ২০২৩
Posted on নভেম্বর ২৭th, ২০২৩
Posted on নভেম্বর ২৩rd, ২০২৩
Posted on নভেম্বর ২১st, ২০২৩
Posted on নভেম্বর ২১st, ২০২৩
Posted on নভেম্বর ২০th, ২০২৩
Posted on নভেম্বর ১৬th, ২০২৩
Posted on নভেম্বর ১৩th, ২০২৩