Follow us

ভিসার চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ::‌ কার্ড ইস্যু ও আকুয়্যারিং এবং ভ্যালু-অ্যাডেড সার্ভিস ক্যাটেগরিতে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ, এই বছর ভিসা’র চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৪ অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-কে কনজিউমার ডেবিট কার্ড, কমার্শিয়াল ডেবিট কার্ড, মার্চেন্ট আকুয়্যারিং পিওএস এবং ভ্যালু-অ্যাডেড সার্ভিসেস (ভিএএস)—এই চারটি ক্যাটেগরিতে পুরস্কার দেয়া হয়।

এই কনক্লেভ-এ বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে অবদান রাখা বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান এবং মার্চেন্টদের সম্মানিত করা হয়।৭ নভেম্বর ঢাকার একটি স্থানীয় হোটেলে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী; বাংলাদেশ ব্যাংক-এর পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আখতার কান্তা; ভিসা’র ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ; এবং ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম; এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।ক্রমবর্ধমান গ্রাহকসংখ্যা এবং সারাদেশে বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে কার্ড, ই-কমার্স এবং আকুয়্যারিং ব্যবসায় একটি শীর্ষস্থানীয় ব্যাংক।

এই সম্মাননা প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “পরপর কয়েক বছর ভিসা থেকে পাওয়া এই মর্যাদাপূর্ণ পুরস্কার কার্ড ইস্যু ও অ্যাকুয়্যারিং ব্যাবসায়ে আমাদের শক্তিমত্তা এবং প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন ব্যবসায়িক ক্ষেত্র উদ্ভাবনের প্রতিফলন বহন করে।”

তিনি আরও বলেন, “আমাদের আকর্ষণীয় কার্ড অফার এবং সুবিস্তৃত অ্যাকুয়্যারিং সেবাগুলো, রিটেইল এবং এসএমই গ্রাহকদের বিশ্বাস অর্জনে সহায়ক হচ্ছে এবং আমাদের মার্কেট শেয়ার জোরদার করছে। একটি গ্রাহক-কেন্দ্রিক ব্যাংক হিসেবে, আমরা গ্রাহকদের চাহিদা পূরণ এবং ব্যবসায়িক ধারা বজায় রাখতে নতুন নতুন উদ্ভাবনী সেবা দিতে থাকবো। এই মাইলফলক অর্জনে আমাদের স্টেকহোল্ডারদের অটুট সমর্থন এবং পার্টনারশিপের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

বিডি প্রেসরিলিস /১৭ নভেম্বর ২০২৪ /এমএম


LATEST POSTS
ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

রাজশাহীতে ১২ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে প্রাণ-আরএফএল

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

‘সিটি ব্যাংকের নিট মুনাফা ১ হাজার ১৪ কোটি টাকা’

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

স্বাস্থ্য সচেতন কনজুমারদের জন্য ক্লেমন নিয়ে এলো নতুন ভ্যারিয়েন্ট ক্লেমন জিরো

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

ক্রিকেক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিয়া জামান মিথিলা

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

শুরু হলো সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫

Posted on মার্চ ১৯th, ২০২৫

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

Posted on মার্চ ১৮th, ২০২৫

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন

Posted on মার্চ ৬th, ২০২৫

স্মার্ট যাত্রার টেকসই সমাধান-টেইলজি ই-মোটরসাইকেল

Posted on মার্চ ৬th, ২০২৫

চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে আরএফএল-এর চুক্তি

Posted on মার্চ ৩rd, ২০২৫