Follow us

ভিশন এম্পোরিয়ামে শুরু হয়েছে হাউসফুল অফার

 

নিজস্ব প্রতিবেদক ::  আরএফএল গ্রুপের ইলেকট্রনিকস পণ্যের শোরুম ভিশন এম্পোরিয়াম-এ শুরু হয়েছে ‘হাউসফুল অফার’। এ অফারের আওতায় ভিশন এম্পোরিয়াম থেকে পণ্য কিনলে থাকছে টিভি, ফ্রিজসহ ঘর সাজানোর প্রয়োজনীয় সব পণ্য পাবার সুযোগ।বুধবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অফারটির ঘোষণা দেন ভিশন এম্পোরিয়ামের জেনারেল ম্যানেজার এসএম সালাহউদ্দিন।

অনুষ্ঠানে এসএম সালাহউদ্দিন বলেন, ভিশন এম্পোরিয়ামে বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস পণ্যের সমাহার থাকায় এরই মধ্যে মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমরা বিয়ের মৌসুমকে কেন্দ্র করে ভিশন এম্পোরিয়াম থেকে ইলেকট্রনিকস পণ্য কেনার আগ্রহ বাড়িয়ে দিতে এই অফার চালু করেছি।

তিনি আরও বলেন, ভিশন এম্পোরিয়ামে হাউসফুল অফারটি ৩১ মার্চ পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে সারাদেশে ভিশন এম্পোরিয়ামের ২৭৫টি শোরুম থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পণ্য কিনলে ক্রেতার মোবাইল ফোনে ক্যাম্পেইনের একটি বার্তা চলে যাবে। পরবর্তীতে সপ্তাহের শেষে লটারির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। প্রতি সপ্তাহের বিজয়ী পাবেন ৩২ ইঞ্চি এলইডি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন, ব্লেন্ডার এবং ইলেকট্রিক কেটলি।

আরএফএল ইলেকট্রনিকস (রেফ্রিজারেটর ও এসি) এর চিফ অপারেটিং অফিসার নূর আলম, ভিশন এম্পোরিয়ামের হেড অব মার্কেটিং মেহেদী হাসান, অপারেশন ম্যানেজার তরিকুল ইসলাম ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার দেবাশীষ বসুসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ১৯ জানুয়ারি ২০২২ /এমএম   


LATEST POSTS
ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রহমানের আত্মীয় আলফাডাঙ্গার ওসি! সাজানো প্রশাসন নিয়ে নিরপেক্ষ নির্বাচন হবে?

Posted on ডিসেম্বর ৪th, ২০২৩

ফাঁকা মাঠে গোলের সুযোগ নেই, প্রার্থিতা ফিরবে আপিলে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৩

ইউনিলিভার বাংলাদেশ পেল ‘ডিইআই চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’

Posted on ডিসেম্বর ২nd, ২০২৩

দেশে ইয়ামাহার নতুন দুই বাইক

Posted on ডিসেম্বর ২nd, ২০২৩

ফরিদপুর-১ আসনে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন

Posted on ডিসেম্বর ২nd, ২০২৩

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন খসরু চৌধুরী

Posted on ডিসেম্বর ১st, ২০২৩

ফরিদপুর-১ আসনের উন্নয়ন নিয়ে আরিফুর রহমান দোলনের ইতিবাচক ভাবনা

Posted on নভেম্বর ৩০th, ২০২৩

প্রিমিয়ার ব্যাংকের গুলশান এভিনিউ শাখার শুভ উদ্বোধন

Posted on নভেম্বর ২৯th, ২০২৩

আলফাডাঙ্গা-বোয়ালমারীতে আরিফুর রহমান দোলনের পক্ষে গণজোয়ার, স্বতন্ত্র প্রার্থী হতে জোর দাবি

Posted on নভেম্বর ২৭th, ২০২৩

১২ জিবি র‍্যামের নতুন অসাম স্মার্টফোন আইটেল এ৭০

Posted on নভেম্বর ২৩rd, ২০২৩