Follow us

ব্র্যাক ব্যাংক ও ইইউ মধ্যে ব্যাংকিং রিলেশনশিপ নিয়ে আলোচনা

 

নিজস্ব প্রতিবেদক ::  ব্র্যাক ব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্প্রতি পারস্পরিক ব্যাংকিং রিলেশনশিপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে।ব্র্যাক ব্যাংক এর প্রধান কার্যালয়ে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ব্র্যাক ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এর সাথে সাক্ষাৎ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইইউ-এর হেড অফ অ্যাডমিনেস্ট্রেশন আন্দ্রেয়াস হিউবার্গার, ব্র্যাক ব্যাংক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ব্যাংকের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং মো. জাবেদুল আলম এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
তারা ব্যাংকিং-সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসারে ও ইইউ রাষ্ট্রসমূহ থেকে বাংলাদেশে বিনিয়োগের প্রবাহে একসাথে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনকে প্রদত্ত ব্র্যাক ব্যাংক এর ব্যাংকিং সেবার প্রশংসা করেন রাষ্ট্রদূত।চার্লস হোয়াইটলি বলেন, আমরা ব্র্যাক ব্যাংকের সাথে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত, যে প্রতিষ্ঠানটি নির্ভরযোগ্য সেবার মাধ্যমে নিজের সুনামকে দৃঢ় করেছে এবং উৎকর্ষতা ও উদ্ভাবনের লক্ষ্যে নিরলসভাবে কর্মপ্রচেষ্টা অব্যাহত রেখেছে।

বর্তমান সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে ব্র্যাক ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, আমরা আগামীতে বাংলাদেশ এবং ইইউ রাষ্ট্রসমূহের মধ্যে ব্যবসা-বাণিজ্যে বৃদ্ধিতে আরও অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করবো। ইইউ বাংলাদেশের অন্যতম বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। এবং ব্র্যাক ব্যাংক এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে অগ্রাধিকারমূলক সহায়তা প্রদান করবে বলে তিনি নিশ্চয়তা প্রদান করেন।

বিডি প্রেসরিলিস / ১৬ ফেব্রুয়ারি ২০২২ /এমএম 


LATEST POSTS
ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

রাজশাহীতে ১২ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে প্রাণ-আরএফএল

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

‘সিটি ব্যাংকের নিট মুনাফা ১ হাজার ১৪ কোটি টাকা’

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

স্বাস্থ্য সচেতন কনজুমারদের জন্য ক্লেমন নিয়ে এলো নতুন ভ্যারিয়েন্ট ক্লেমন জিরো

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

ক্রিকেক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিয়া জামান মিথিলা

Posted on এপ্রিল ৩০th, ২০২৫

শুরু হলো সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫

Posted on মার্চ ১৯th, ২০২৫

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

Posted on মার্চ ১৮th, ২০২৫

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন

Posted on মার্চ ৬th, ২০২৫

স্মার্ট যাত্রার টেকসই সমাধান-টেইলজি ই-মোটরসাইকেল

Posted on মার্চ ৬th, ২০২৫

চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে আরএফএল-এর চুক্তি

Posted on মার্চ ৩rd, ২০২৫